বলিউডের ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের জীবন যেমন গ্ল্যামারাস ছিল, তেমনই মৃত্যু ঘিরে রয়ে গেছে গভীর রহস্য। তাঁদেরই একজন অভিনেত্রী ছিলেন জুবেদা বেগম। ১৯৫০-এর সময়ে তিনি ছিলেন রুপোলি পর্দার এক উজ্জ্বল মুখ। গীতা বালির মতো জনপ্রিয় অভিনেত্রীদের সঙ্গে তিনি কাজ করেছিলেন। কিন্তু জীবনের শেষ অধ্যায় ছিল একেবারেই ভয়াবহ।

 

 

১৯৫২ সালের ২৬ জানুয়ারি, রাজস্থানের সুমেরপুরের কাছে ঘটে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনা। সেই বিমানে ছিলেন জুবেদা বেগম এবং তাঁর স্বামী মহারাজা হনওয়ান্ত সিং। দুর্ঘটনায় দু’জনেই প্রাণ হারান। সরকারিভাবে এটি দুর্ঘটনা বলে ঘোষণা করা হলেও দীর্ঘদিন ধরে নানা গুজব ছড়িয়ে আছে—এটি নাকি আসলে সাজানো ষড়যন্ত্র ছিল। জুবেদার হঠাৎ মৃত্যু বলিউডকে স্তম্ভিত করেছিল।


এরপর আরও ভয়ংকর ঘটনা ঘটে। ১৯৮১ সালে তাঁর ছেলে রাও রাজা হুকম সিং, যিনি টুটু বানা নামেও পরিচিত ছিলেন, রহস্যজনকভাবে খুন হন। তাঁকে গোরখপুরের রাস্তায় মস্তকবিহীন অবস্থায় পাওয়া যায়। এই হত্যাকাণ্ড আজও রহস্যে ঢাকা, কোনও সঠিক ব্যাখ্যা বা তদন্তের ফলাফল সামনে আসেনি। ফলে মা-ছেলের মৃত্যু নিয়ে নানা অশুভ ছায়া ভর করেছে বলিউডের ইতিহাসের পাতায়।

 

 

জুবেদার জীবনের ওপর ভিত্তি করেই পরিচালক শ্যাম বেনেগাল ২০০১ সালে নির্মাণ করেন চলচ্চিত্র ‘জুবেদা’। ছবির চিত্রনাট্য লিখেছিলেন তাঁর সাংবাদিক পুত্র খালিদ মোহম্মদ। ছবিটি শুধু একটি বায়োপিক নয়, বরং জুবেদার জীবন, গ্ল্যামার, বেদনা ও রহস্যময় মৃত্যুর প্রতিফলন।

 

আরও পড়ুন: ইমরান খানের সঙ্গে ভরপুর প্রেম ছিল রেখার? কুষ্ঠি মিলিয়ে এগিয়েছিল বিয়ের কথাও! কেন ভাঙল তাঁদের সম্পর্ক?

 

আজও বলিপাড়ায় গুঞ্জন শোনা যায় যে, রাজস্থানের উম্মেদ ভবন প্যালেসে অভিনেত্রীর অতৃপ্ত আত্মা নাকি ঘুরে বেড়ায়! প্রাসাদের বারান্দায় মাঝরাতে নাচের শব্দ শোনা যায় বলে অনেকে দাবি করেন। এমনকী প্রাসাদের কিছু ঘর তালাবদ্ধ রাখা হয়েছে, কারণ সেগুলোতেই নাকি তাঁর উপস্থিতি সবচেয়ে প্রবল। স্থানীয়রা বিশ্বাস করেন, জুবেদার অসমাপ্ত স্বপ্ন আর হঠাৎ মৃত্যুর বেদনাই তাঁকে এই পৃথিবীতে অশরীরী রূপে বেঁধে রেখেছে।

 


একজন খ্যাতনামা নায়িকার জীবন যে এতটা মর্মান্তিক পরিণতি পেতে পারে, তা কল্পনাকেও হার মানায়। মায়ের রহস্যময় মৃত্যু আর ছেলের ভয়ংকর হত্যাকাণ্ড মিলিয়ে জুবেদার পরিবার যেন অদ্ভুত অভিশাপের শিকার। তবুও তাঁর নাম বলিউডের ইতিহাসে অমর হয়ে রয়েছে। আর প্রাসাদের গোপন বারান্দায় আজও নাকি শোনা যায় তাঁর নাচের প্রতিধ্বনি।