নিজস্ব সংবাদদাতা: একজন ‘লেডি সুপারস্টার’ অপরজন টলিউডের দীপিকা পাডুকোন, এইভাবেই একে অপরকে সম্বোধন করলেন মিমি চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। একসময় দুই নায়িকাকে নিয়ে বিতর্কের শেষ ছিল না। রাজ চক্রবর্তী সঙ্গে মিমির সম্পর্ক এবং তারপর শুভশ্রীর সঙ্গে বিয়ে- এই নিয়ে টলিপাড়ায় কম জলঘোলা হয়নি। এমনকী কান পাতলেই শোনা যায় এক সময় পরস্পরের সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন মিমি এবং শুভশ্রী। সেই দুই নায়িকার এক ভিডিওই আচমকা ভাইরাল নেটমাধ্যমে।

রাজ এবং তাঁকে নিয়ে তৈরি হওয়া দূরত্ব- কোনও কিছু নিয়েই সরাসরি প্রকাশ্যে মুখ খোলেননি দুই অভিনেত্রীর কেউই। তবু তাঁদের সাম্প্রতিক ভিডিও যেন এত বছর পর আবার পুনর্মিলনের ইঙ্গিত দিল। সময় এগিয়ে গেছে তাই পুরনো কথা মনে রেখে কী লাভ? কিছুটা যেন এই মর্মেই মাঝের কয়েকটা বছরের পুরনো স্মৃতি ভুলে একসঙ্গে হাসিমুখে ধরা দিলেন শুভশ্রী ও মিমি। শুধু তাই নয় শুভশ্রীকে ভালবেসে চুম্বনও করলেন প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী। ভিডিওতে দেখা গিয়েছে শুভশ্রী প্রথমে বলছেন, “বলিউডের দীপিকা পাডুকোন আছে এবং আমাদের আছে মিমি!” শুভশ্রী এই কথা বলার পরেই তার কাছে এসে মিমি বলেন, “কী হচ্ছে তা জানতে হলে লেডি সুপারস্টার-এর সঙ্গে থাকুন।” তারপরেই একসঙ্গে গালে গাল লাগিয়ে পাউট করলেন দুই তারকা।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

দু’জনেই দু’জনকে এত সুন্দর ভাবে সম্মান করলেন দেখে আপ্লুত অনুরাগীরাও। নায়িকারা নাকি একে অপরের বন্ধু হতে পারেন না, সে কথা একেবারেই সত্যি নয়। একথাই যেন মনে করিয়ে দিলেন দু’জন। একসময় নুসরত ও মিমির মধ্যে ভাল বন্ধুত্ব ছিল, তাঁরা একে অপরকে ‘বনুয়া’ বলে ডাকতেন। তবে বিশেষ কিছু কারণে সেই সম্পর্কে চিড় ধরে। এখন যদিও সেই সম্পর্ক অনেকটাই ঠিকঠাক। তবে শুভশ্রী এবং মিমির সম্পর্ক যে পরবর্তী সময়ে আবার ভাল হতে পারে এমনটা ভাবেননি অনেকেই। একসময় এও শোনা গিয়েছিল যে, শুভশ্রীর সঙ্গে রাজের প্রেমের কথা জানতে পেরে শারীরিক এবং মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন মিমি চক্রবর্তী। যদিও এই খবর ছড়িয়ে পড়া মাত্রই অভিনেত্রী নিজে সামনে এসে জানান এই খবর সম্পূর্ণ ভুয়ো। তবে তারপর থেকে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দূরত্ব বাড়িয়েছিলেন মিমি চক্রবর্তী, বন্ধ ছিল কথাও।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

এরপর পেরিয়ে গিয়েছে বেশ কয়েক বছর। এখন রাজ চক্রবর্তী সঙ্গে চুটিয়ে সংসার করছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইউভান ও ইয়ালিনী- দুই সন্তানের গর্বিত মা তিনি। সংসারের পাশাপাশি দক্ষ হাতে কাজও সামলাচ্ছেন হাসিমুখে। শৈত্য ভুলে ‘ধূমকেতু’কে কেন্দ্র করে দেবের সঙ্গে ফের একসঙ্গে প্রচারে দেখা গিয়েছে তাঁকে। দেবের পর এবার পুরোনো ‘বন্ধু’ মিমির সঙ্গেও তিক্ততা ভুলেছেন তিনি। এমনই মনে করছেন অনেকে।

তবে মিমির সঙ্গে শুভশ্রী ঠিক কী কাজ করছেন তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি আপাতত ‘সিক্রেট’। এর আগে মহালয়ার শুটিংয়ে একসঙ্গে দেখা যায় মিমি এবং শুভশ্রীকে। তবে সেক্ষেত্রে দু’জনেই আলাদা ভাবে শুটিং করেন।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

সূত্রের খবর, বরফ গলতে শুরু করে বেশ কিছুদিন আগেই। একটি বিশেষ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শুভশ্রী ছিলেন মঞ্চে। ওই অনুষ্ঠানেই দর্শকাসনে ছিলেন মিমি চক্রবর্তী। সেখানে মিমি অভিনীত একটি গানে নাচ করতে দেখা যায় শুভশ্রীকে। তখনই মঞ্চ থেকে নেমে এসে মিমির সঙ্গে নাচ শুরু করেন শুভশ্রী, মিমিও শুভশ্রীর তালে তাল মেলান। সেদিন শুভশ্রী এবং মিমিকে এইভাবে একসঙ্গে দেখে খুশি হয়েছিলেন ভক্তদের অনেকেই। তবে তাঁদের মধ্যে বরফ আদৌ গলেছে কি না তা নিয়ে নিশ্চিত ছিলেন না কেউ কেউ। নতুন এই ভিডিও অনেকটাই স্পষ্ট করে দিল সেই ছবিটা।