বলিউড ও ওটিটির চেনা মুখ ত্রিধা চৌধুরী। বলিপাড়ায় একাধিক নামি প্রজেক্টে দেখা গিয়েছে এই বাঙালি অভিনেত্রীকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ত্রিধা খোলাখুলি জানালেন কেরিয়ার ছবি বাছাইয়ের ক্ষেত্রে তাঁর সতর্কতা ও সচেতন সিদ্ধান্তের কথা। হলিউডের মতো আন্তর্জাতিক মঞ্চে কাজের সুযোগ থাকা সত্ত্বেও কেন করেননি তিনি। হলিউডে নগ্ন দৃশ্যে অভিনয় করতে রাজি না হওয়ার পিছনের কারণও স্পষ্ট করলেন তিনি।
এক সাক্ষাৎকারে ত্রিধা জানান, হলিউডের কোনও একটি প্রজেক্টের জন্য চটকদার সাহসী দৃশ্যে কাজ করলে তা সঙ্গে সঙ্গে তাঁর কেরিয়ারে ছাপ ফেলত, এবং বাজেভাবে প্রভাব ফেলার দিকের পাল্লাটাই ভারি থাকত সম্ভবত । ত্রিধা জানান, হলিউডের কোনও প্রজেক্টে নগ্ন দৃশ্যে তাঁর অভিনয় সিদ্ধান্ত সহজেই তাঁকে বলিউডে টাইপকাস্ট করে দিতে পারত। যার ফলে বলিউডসহ দেশের নানান আঞ্চলিক ভাষার ছবির ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ সীমিত হয়ে যেতে পারত। একই ধরনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব হয়তো তাঁর কাছে আসত। তাই হলিউডের একটিমাত্র প্রজেক্টের কারণে নিজের কেরিয়ার এত বড় ঝুঁকির মুখে ফেলতে তিনি রাজি নন।
ত্রিধার বক্তব্য স্পষ্ট , “হলিউডে যদি এমন কোনও কাজ করতাম যেখানে আমাকে নগ্ন দৃশ্যে অভিনয় করতে হতো, তাহলে আমার এখানকার বহু অনেক প্রজেক্ট আটকে যেত। সেটা আমি জানতাম। তাই স্রেফ একটি ছবির জন্য নিজের গোটা কেরিয়ারকে ঝুঁকির মুখে ফেলতে চাইনি। আন্তর্জাতিক কাজ করব, কিন্তু অন্য পথেও তা সম্ভব।”
২০১৩ সালে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘মিশর রহস্য’ ছবির মাধ্যমে বড়পর্দায় পা রাখেন ত্রিধা, টেলিভিশনে জনপ্রিয়তা পান ‘দহলিজ’-এর মাধ্যমে। পরে ওটিটি প্ল্যাটফর্মে ‘বন্দিশ ব্যান্ডিটস’ এবং বিশেষ করে ‘আশ্রম’-এ তাঁর চরিত্র তাঁকে নতুন করে আলোচনায় আনে। তবে ‘আশ্রম’-এর পর তাঁকে শুধুই ‘বোল্ড’ ইমেজে আটকে দেখা হয়নি, এ কথাও জানালেন অভিনেত্রী।
সম্প্রতি, কপিল শর্মার ছবি ‘কিস কিসকো পেয়ার করুঁ ২’-এর সুবাদে কমেডির ঘরানার ছবিতে পা রেখেছেন ত্রিধা। অনেকেই ভাবছিলেন, এটা হয়তো তাঁর ইচ্ছাকৃতভাবে ইমেজ বদলের চেষ্টা। সে প্রসঙ্গেও মুখ খুলেছেন তিনি। ত্রিধার মতে, অভিনেতা-অভিনেত্রীরা সবসময় শক্তিশালী চিত্রনাট্য খোঁজেন। ওটাই আসল। তবে হ্যাঁ,কমেডি আলাদা এক ধরনের পরীক্ষা। কপিলের এই ছবিতে সেই অভিজ্ঞতাই সংগ্রহ করছেন তিনি।
সব মিলিয়ে ত্রিধা যেন স্পষ্ট জানিয়ে দিলেন, গ্ল্যামার নয়, বুদ্ধিমত্তাই তাঁর কেরিয়ারের নিয়ন্ত্রক। সাহসী সিদ্ধান্তের থেকেও বেশি মূল্যবান তাঁর কাছে দীর্ঘমেয়াদি সম্মানজনক যাত্রা। তাই এমনই আত্মবিশ্বাসী অবস্থানেই বর্তমানে সামনে ধীর গতিতে হলেও সামনে এগোচ্ছেন এই বাঙালি অভিনেত্রী।
