আজকাল ওয়েবডেস্ক: ‘বন্দে মাতরম’-এর সার্ধশতবর্ষে সাহস ও দেশপ্রেম উস্কে দিয়ে মুক্তি পেল ‘দেবী চৌধুরানী’র প্রথম গান ‘দুর্গম গিরি কান্তার মরু’। এবছরের অন্যতম বহুপ্রতীক্ষিত বাংলা ছবি ‘দেবী চৌধুরাণী’র নির্মাতারা প্রকাশ্যে আনলেন ছবির প্রথম গান। শক্তিশালী এই কম্পোজিশনে কাজী নজরুল ইসলামের অমর পঙক্তির সঙ্গে মিলেমিশে একাকার হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘বন্দে মাতরম’-এর দেশাত্মবোধক চেতনা। 

গান প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে। বিক্রম ঘোষের মন্ত্রমুগ্ধকর পুনর্নির্মাণে নতুন মাত্রা পেয়েছে গান দু’টি। বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়টি হল, এই বছরই ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্ণ হল।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

গানটিতে কণ্ঠ দিয়েছেন একঝাঁক খ্যাতনামা শিল্পী। ইমন চক্রবর্তী, তিমির বিশ্বাস, দুর্নিবার সাহা, উজ্জয়িনী মুখোপাধ্যায় এবং স্বয়ং বিক্রম ঘোষ। তাঁদের সম্মিলিত গায়কীতে গভীরতা পেয়েছে গানটি। যুক্ত হয়েছে ভক্তি এবং রাজকীয় মহিমা।

বাংলার সাহিত্য ও সঙ্গীত ঐতিহ্যের এক অনবদ্য উদযাপন এই গান। ‘দুর্গম গিরি কান্তার মরু’ স্বাধীনতা সংগ্রাম এবং বিজয়ের কথা বলে, একইসঙ্গে ছবির কেন্দ্রীয় চরিত্র দেবী চৌধুরাণীর অদম্য চেতনাকেও প্রতিফলিত করে এই গান। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা মিউজিক ভিডিওটিও গল্পের নির্যাসকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। সুরের মূর্ছনার সঙ্গে দৃশ্যের মেলবন্ধনে একাত্ম হওয়ার অভিজ্ঞতা পাবেন দর্শক শ্রোতারা।

এডিটেড মোশন পিকচার্স এবং এলওকে আর্টস কালেক্টিভের যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে গানটি। সমস্ত তালবাদ্য এবং গানটির প্রোগ্রামিং করেছেন বিক্রম ঘোষ। মেলোডি প্রোগ্রামিং-এর দায়িত্বে ছিলেন কুণাল দাস। বিক্রম ঘোষের স্টুডিওতে গানটির রেকর্ডিং এবং মিক্সিং সম্পন্ন হয়েছে। ভিডিওটি এডিট করেছেন রিক বসু।
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

বিক্রম ঘোষ এই প্রসঙ্গে বলেন, “নজরুলের অন্যতম কালজয়ী সৃষ্টি হওয়ায় গানটি প্রত্যেক বাঙালির হৃদয়ে এক গভীর দেশাত্মবোধক অনুরণন তৈরি করে। শুভ্রজিৎ যখন আমাকে এটি নতুন করে ভাবার জন্য বলেন, তখন অনেক আলোচনার পর আমরা গানটিকে ‘বন্দে মাতরম’-এর সঙ্গে মেশানোর সিদ্ধান্ত নিই। এর সঙ্গীতায়োজনে শাস্ত্রীয় ও লোক আঙ্গিকের এমন এক স্বতন্ত্র বুনন রয়েছে, যা গানটিকে আরও স্পেশাল করে তুলেছে। এই সৃষ্টিটি তৈরি করতে গিয়ে আমিও সমৃদ্ধ হয়েছি। আমি আন্তরিকভাবে আশা করি, গানটি তৈরি করার সময় আমরা যে জাদু অনুভব করেছি, শ্রোতারাও সুরের মধ্যে সেই একই জাদু অনুভব করবেন।”
আরও পড়ুন: প্রকাণ্ড করতে গিয়েছিলেন লিঙ্গ, ফস করে পুরোটাই কেটে ফেললেন চিকিৎসক! মাথায় হাত রোগীর

প্রসঙ্গত, ছবিতে দেবী চৌধুরানীর নাম ভূমিকায় অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। পাশাপাশি রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীর মতো শক্তিশালী অভিনেতারা।
‘দেবী চৌধুরাণী’ প্রথম ভারত-ব্রিটেন যৌথ প্রযোজনায় নির্মিত বাংলা ছবি। আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী, মর্মস্পর্শী সঙ্গীত এবং শক্তিশালী আখ্যান নিয়ে তৈরি এই ছবি বাংলার পিরিয়ড ড্রামার সংজ্ঞা বদলে দিতে পারে বলে মনে করছেন অনেকেই। দুর্গাপূজায় মুক্তি পেতে চলেছে শুভ্রজিৎ মিত্রের পরিচালিত ‘দেবী চৌধুরাণী’। মুক্তির আগে থেকেই ছবি ঘিরে চড়ছে উত্তেজনার পারদ।