আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি আর গৌতম গম্ভীর। দু’জনেই টিম ইন্ডিয়ায় খেলেছেন। এক জন এখনও আছেন। আর এক জন এখন হেড কোচ। দুই ক্রিকেটারই দিল্লির হয়ে খেলেছেন। দু’জনেই দিল্লির ছেলে। রাজ্য দলে একসঙ্গে খেলেছেন। পরে জাতীয় দলেও ছিলেন সতীর্থ। এখনও এক জন খেলেন। অপর জন ভারতের প্রধান কোচ। ক্রিকেটার বিরাট কোহলির জন্য নতুন নাম দিয়েছেন কোচ গৌতম গম্ভীর। দিল্লি প্রিমিয়ার লিগের ফাইনালে কোহলির নতুন নাম দিয়েছেন তিনি।
 
 দিল্লি প্রিমিয়ার লিগের ফাইনালে আমন্ত্রণ জানানো হয়েছিল গৌতম গম্ভীরকে। ক্রিকেটে অবদানের জন্য গম্ভীরকে সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই তাঁর সতীর্থদের নামকরণ করতে বলা হয় গম্ভীরকে। কোহলির নাম ‘দেশি বয়’ দিয়েছেন গম্ভীর। যে হেতু দু’জনেই দিল্লির ছেলে, তাই কোহলির এই নাম রেখেছেন গম্ভীর।
 
 খেলোয়াড় জীবন থেকেই কোহলির সঙ্গে গম্ভীরের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক থাকাকালীন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গম্ভীরের সঙ্গে বিবাদ হয়েছে কোহলির। আবার লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীনও মাঠে কোহলির সঙ্গে ঝগড়া হয়েছে গম্ভীরের। তার জন্য জরিমানার মুখেও পড়তে হয়েছে দু’জনকে।
আরও পড়ুন: বিরল নজির গড়লেন আফগান স্পিনার রশিদ খান, যা নেই বুমরারও
 
 কোহলির পাশাপাশি আরও অনেক সতীর্থের নাম দিয়েছেন গম্ভীর। যেমন শচীন তেন্ডুলকারকে ‘ক্লাচ’ বলে উল্লেখ করেছেন তিনি। জসপ্রীত বুমরাকে ‘স্পিড’, নীতীশ রানাকে ‘গোল্ডেন আর্ম’, শুভমান গিলকে ‘মোস্ট স্টাইলিশ প্লেয়ার’, রাহুল দ্রাবিড়কে ‘মিস্টার কনসিসটেন্ট’, ভিভিএস লক্ষ্মণকে ‘রান মেশিন’, জাহির খানকে ‘ডেথ ওভার স্পেশালিস্ট’ ও ঋষভ পন্থকে ‘মোস্ট ফানি’ নাম দিয়েছেন গম্ভীর।
 
 কোচ হিসাবে দেশকে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন গম্ভীর। এ বার সামনে এশিয়া কাপ। ৪ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহি যাচ্ছে গম্ভীর–সহ ভারতীয় দল। তবে একসঙ্গে নয়, আলাদা আলাদা যাচ্ছেন ক্রিকেটারেরা। ৯ সেপ্টেম্বর থেকে শুরু প্রতিযোগিতা। ভারতের প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি ভারত–পাকিস্তান।
 
 এটা ঘটনা, গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ার পর অবশ্য তিনি দাবি করেছেন, কোহলির সঙ্গে তাঁর বিবাদ মাঠের ভিতরে হয়েছে। মাঠের বাইরে কোহলির সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই। কোহলিও গম্ভীরের সঙ্গে বিবাদ নিয়ে বিতর্ক বাড়াতে চাননি। তবে গত আইপিএলের সময় কোহলির টেস্ট থেকে অবসরের ঘোষণার জন্য অনেকে গম্ভীরকে দায়ী করেছেন।
এদিকে, রোহিত, বিরাটদের বিরুদ্ধে খেলতে দেখা যাবে না অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সকে। প্রসঙ্গত, অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে সাদা বলের সিরিজ খেলতে যাবে টিম ইন্ডিয়া। সেই সিরিজে খেলার কথা বিরাট কোহলি, রোহিত শর্মার। ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজের আগে বিশ্রাম দেওয়া হয়েছে এক দিনের দলের অধিনায়ক প্যাট কামিন্সকে। একটি বিশেষ কারণে এই সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড।
১৯ অক্টোবর থেকে ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। প্রথমে তিনটি এক দিনের ম্যাচ ও তার পর পাঁচটি টি–টোয়েন্টি ম্যাচ হবে। সিরিজ শেষ হবে ৮ নভেম্বর। এই আটটি ম্যাচেই পাওয়া যাবে না কামিন্সকে।
