আজকাল ওয়েবডেস্ক: ভুটানের ক্রিকেটার সোনম ইয়েশে ক্রিকেট ইতিহাসে নাম তুলে নিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে আট উইকেট নিয়ে রেকর্ড গড়লেন। সংক্ষিপ্ত ফরম্যাটে এটা অন্যতম সেরা স্পেল হিসেবে বিবেচিত হবে। 

ভুটানের ২২ বছর বয়সি বাঁ হাতি স্পিনার মায়ানমারের বিরুদ্ধে মাত্র চার ওভারে ৮ উইকেট তুলে নেন মাত্র সাত রানের বিনিময়ে। এর মধ্যে একটি মেডেন ওভারও রয়েছে। 
ভুটান ক্রিকেট এই পারফরম্যান্সকে 'এ স্পেল ফর দ্য এজেস' বলে উল্লেখ করেছে। 

১২৮ রান তাড়া করতে নেমেছিল মায়ানমার। কিন্তু সোনম ইয়েশের এই স্পেলের ফলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মায়ানমারের ব্যাটিং। ৯.২ ওভারে মাত্র ৪৫ রানে শেষ হয়ে যায় তারা। ভুটান বিশাল ৮২ রানে ম্যাচ জিতে নেয়। এই ম্যাচ জেতার ফলে পাঁচ ম্যাচের সিরিজ ভুটান জিতে নেয় ৩-০-এ। 

 

?ref_src=twsrc%5Etfw">December 26, 2025

সোনমের আগে টি-টোয়েন্টি ফরম্যাটে সাত উইকেট নেওয়ার নজির রয়েছে। কিন্তু আট উইকেট এই প্রথম। ২০২৩ সালে চিনের বিরুদ্ধে মালয়েশিয়ার সায়জরুল ইদ্রুস আট রানের বিনিময়ে সাত উইকেট নিয়েছিলেন। ২০২৫ সালে বাহরিনের আলি দায়ুদ ভুটানের বিরুদ্ধে ১৯ রানে সাত উইকেট নিয়েছিলেন। পুরুষদের বিভাগে এর আগে কোনও বোলার সাত উইকেটের মাইলফলক ছাপাতে পারেননি। 

২০০৩ সালের ৩ ডিসেম্বর জন্ম সোনমের। অনূর্ধ্ব ১৯ বিভাগে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে নজর কাড়েন সোনম। ২০২২ সালে সিনিয়র দলের হয়ে আন্তর্জাতিক মঞ্চে আবির্ভাব ঘটে সোনমের। 

 

বাঁ হাতি স্পিনার তিনি। ডান হাতি ব্যাটার। মালয়েশিয়ার বিরুদ্ধে তাঁর অভিষেক। এখনও পর্যন্ত ৩৪টি ম্যাচে ৩৭ টি উইকেট নেন তিনি। অন্যদিকে এই ৩৪টি ম্যাচে ৩৭ রান করেন সোনম।