আজকাল ওয়েবডেস্ক: ১ সেপ্টেম্বর বিকেল ৫ টায় রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হতে চলেছে কলাভৃৎ আয়োজিত অনুষ্ঠান বিরাজ সত্যসুন্দর। অনুষ্ঠানের অন্তিমে আয়োজিত হবে সলিল চৌধুরীর স্মৃতিতে বিশেষ অংশ, সলিল স্মরণে।

 

অনুষ্ঠানটির ভাবনা এবং পরিকল্পনা করেছেন অনুশীলা বসু। তিনি বলেন, "অনুষ্ঠানে অংশ নেবেন প্রায় ৩০০ শিল্পী। সলিল স্মরণে অংশে থাকবেন ইন্দ্রনীল সেন, ইন্দ্রানী সেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, আরাত্রিকা সিনহা, সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী, দেবমাল্য চট্টোপাধ্যায়-এর মত তারকা শিল্পীরা। আর এই দিনই আমরা কলাভৃৎ-এর পক্ষ থেকে দু'টি হুইল চেয়ার এবং দু'শো খাতা, বই, পেন্সিল প্রভৃতি প্রদান করব। ডালহৌসিতে পথশিশুদের নিয়ে তৈরি 'ফুল পাখি দল' নামের একটি সংগঠনে সেগুলি দেওয়া হবে। পাশাপশি এমন একজন রয়েছেন যিনি গান করেন কিন্তু গান গাওয়ার হারমোনিয়াম নেই। তাঁকে একটি হারমোনিয়াম দেব আমরা।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেবাশীষ কুমার, সত্যম রায়চৌধুরী, শিলাদিত্য চৌধুরী, লীনা গঙ্গোপাধ্যায়, অনিন্দ্য মিত্র, ডা. রামেন্দু হোমচৌধুরী, প্রণতি ঠাকুর, সলিল কন্যা অন্তরা চৌধুরী প্রমুখ।"

 

প্রসঙ্গত, রবীন্দ্রসদনে এই অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য রয়েছে মোট ১০৬৮ টি আসন। এই প্রতিটি আসনের জন্য আলাদা আলাদা কার্ড তৈরি করা হয়েছে। সেগুলি এঁকেছে কলাভৃৎ-এর ছোট ছোট ছেলেমেয়েরা। সবক'টিই হাতে আঁকা। অনুষ্ঠান পরিচালনা করবেন মধুমিতা বসু এবং সতীনাথ মুখোপাধ্যায়।