আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপ দরজায় কড়া নাড়ছে। ৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে টুর্নামেন্ট। সূর্যকুমার যাদবের নেতৃত্বে খেলবে টিম ইন্ডিয়া। সহ অধিনায়ক শুভমন গিল। এশিয়া কাপ শুরুর প্রাক্কালে ভারতের তিনজন গেমচেঞ্জারকে বেছে নিলেন বীরেন্দ্র শেহবাগ। সেই তালিকায় নেই শুভমন গিল। যে তিনজনকে বীরু বেছে নিয়েছেন, তাঁরা হলেন যশপ্রীত বুমরা, অভিষেক শর্মা এবং বরুণ চক্রবর্তী। শেহবাগ বলেন, 'আমার মনে হয়, অভিষেক শর্মা গেমচেঞ্জার হতে পারে। বুমরা সবসময় গেমচেঞ্জার। রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুবই কার্যকরী ছিল, টি-২০ ফরম্যাটেও। এরা ভারতের গেমচেঞ্জার। যারা একার হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।'
অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির পর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সবচেয়ে চর্চিত বিষয় হয়ে দাঁড়ায়। মহম্মদ সিরাজ পাঁচটি টেস্ট খেললেও, কেন যশপ্রীত বুমরা মাত্র তিনটি টেস্ট খেলে সেই নিয়ে প্রশ্ন তোলেন প্রাক্তন ক্রিকেটার এবং ফ্যানরা। বীরু মনে করেন, ব্যাটারদের ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ না হলেও বোলারদের ক্ষেত্রে প্রয়োজন। বিশেষ করে জোরে বোলারদের। শেহবাগ বলেন, 'আমার মনে হয় ওয়ার্কলোড ম্যানেজমেন্ট গুরুত্বপূর্ণ। বিশেষ করে বোলারদের ক্ষেত্রে। ব্যাটারদের ক্ষেত্রে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট তেমন সমস্যার নয়। কারণ খুব বেশি ম্যাচ খেলতে হয় না। তাই বিশেষ করে জোরে বোলারদের জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা ঠিকমতো ম্যানেজ করা হলে, ওরা দীর্ঘ সময় ধরে খেলা চালিয়ে যেতে পারবে। পেসারদের ফিট থাকা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। যাতে বিশ্বকাপ এবং এশিয়া কাপের মতো বড় ইভেন্টে তাঁদের পাওয়া যায়। ওরা খেলতে পারলে, ভারতের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাড়বে।' বীরু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের পক্ষে হলেও, অধিকাংশ প্রাক্তনীর বিষয়টিতে সায় নেই। বুমরার বেছে বেছে তিন টেস্টে খেলা মেনে নিতে পারেনি ভারতের প্রাক্তন তারকারা।
এদিকে রোষের মুখে পড়লেন শেহবাগ। এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচের প্রচার করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার। তাও এমন একটা সময়, যখন পহেলগাঁও হামলা হয়ে গিয়েছে। যার প্রতিবাদে ভারতীয় লেজেন্ডসরা লেজেন্ডস লিগ ক্রিকেটে পাক লেজেন্ডসদের বিরুদ্ধে ম্যাচ খেলেনি। সেমিফাইনালের সেই ম্যাচ খেলা থেকে সরে যান যুবরাজ সিং, শিখর ধাওয়ানরা। এই যখন পরিস্থিতি, তখন ১৪ সেপ্টেম্বরের ম্যাচের প্রচার শুরু করেছেন শেহবাগ। এই কারণের জন্য নেটদুনিয়ায় রোষের মুখে বীরু। এত তাড়াতাড়ি পহেলগাঁও ভুললেন কী করে? প্রশ্ন নেটিজেনদের। কেউ কেউ আবার শেহবাগকে বয়কটের ডাকও দিয়েছেন।
