শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: অভিনেতা-অভিনেত্রীদের খোলামেলা হওয়া উচিত নয়, রহস্য রাখতে হয়

শ্যামশ্রী সাহা | ১১ জানুয়ারী ২০২৪ ১২ : ১৫


আড়াই বছর পরে বড়পর্দা থেকে আবার ছোটপর্দায়। নেপথ্যে কী? পেশা থেকে প্রেমজীবন-- সোমরাজ মাইতির থেকে সবিস্তার জেনে নিলেন শ্যামশ্রী সাহা 

প্রশ্ন: ‘চিনি’তে কী করছেন?
সোমরাজ: আমার চরিত্র একজন চিকিৎসকের, দ্রোণ। পরিবারের সোনার ব্যবসা কিন্তু পরিবারের ব্যবসায় যোগ না দিয়ে ডাক্তারি পেশাকে বেছে নিয়েছে। দুস্থদের সেবা করছে। শিক্ষিত, ভদ্র ছেলে।

প্রশ্ন: চিনির চিকিৎসক-প্রেমিক?
সোমরাজ: চিনিকে দ্রোণ পছন্দ করে। 

প্রশ্ন: চিনি পূর্বজন্ম বা ভবিষৎ দেখতে পায়?
সোমরাজ: যতটা শুটিং হয়েছে সেখানে পূর্বজন্মের বা জাতিস্মরের কিছু এখনও নেই। চিনির ভাবনায় অনেক কিছু আসে যা আনইউসুয়াল।

প্রশ্ন: ব্যক্তিগত জীবনে এরকম অস্বাভাবিক কিছু দেখেছেন কখনও?
সোমরাজ: না। এরকম কোনও অভিজ্ঞতা হয়নি।

প্রশ্ন: ভবিষ্যতবাণীতে বিশ্বাস করেন?
সোমরাজ: একটা সময় করতাম। সেই বিশ্বাস এখন আর নেই। 

প্রশ্ন: ইন্দ্রাণীর সঙ্গে কেমিস্ট্রি কতটা জমল?
সোমরাজ: ১০-১২ দিন হল ওর সঙ্গে কাজ করছি। বেশ ফ্রেশ। ভালই লাগছে। 

প্রশ্ন: এত ধারাবাহিক হচ্ছে, সেখানে ‘চিনি’ কতটা আলাদা? 
সোমরাজ: অনেকটাই। একটা আলদা শেপ আছে। রাত সাড়ে দশটার স্লট। সারাদিন কাজের পর দর্শক রিল্যাক্স করে দেখতে পারবেন। 

প্রশ্ন: আপনি কী ধরণের গল্প পছন্দ করেন?
সোমরাজ: লাভ স্টোরি। আগে টেলিভিশনে আউট অ্যান্ড আউট লাভস্টোরি করা হয়নি। ‘চিনি’তে এই সুযোগটা পেয়েছি। 

প্রশ্ন: আপনার লাভস্টোরি এখন কোথায় দাঁড়িয়ে?
সোমরাজ: বেশ অনেক বছর তো হয়ে গেল।

প্রশ্ন: টলিউডে তো এখন বিয়ের ধুম...
সোমরাজ: না না, আমার সময় লাগবে। আয়ুশী আর আমি এখন কেরিয়ার নিয়েই ব্যস্ত। আরও ভাল করতে হবে, এটা দু’জনেরই টার্গেট। ২০২৯-এর আগে বিয়ে করছি না।

প্রশ্ন: বাস্তবের প্রেমিকা না অন্য কেউ, ক্যামেরার সামনে কার সঙ্গে বেশি স্বচ্ছন্দ?
সোমরাজ: অন্য কেউ থাকলে বেটার।

প্রশ্ন: কেন?
সোমরাজ: রিল আর রিয়েল লাইফ আলাদা হওয়া উচিত। বিপরীতে অন্য কেউ থাকলে ইলিউশন ক্রিয়েট করা যায়। রিয়েল লাইফে আমি ওকে চিনি। আমরা সম্পর্কে আছি সবাই জানেন। পার্টিতে যাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করছি। দর্শক যখন দেখবেন, আমার গার্লফ্রেন্ড অন্য চরিত্রে আমার বিপরীতে, কানেক্ট করবেন না। 

প্রশ্ন: এখন তো ধারাবাহিকের চরিত্ররা নানা রকম রিল করছেন, পোস্টও করছেন…
সোমরাজ: কেন করছেন জানি না। ধারাবাহিকের লুকসেই ডান্সের রিল পোস্ট করছেন। এতে ইলিউশন ব্রেক হচ্ছে। আজকেই সিরিয়ালে যে কাঁদছে রাতে তাকেই দর্শক সোশ্যাল মিডিয়ায় নাচতে দেখছে! এটা ঠিক নয়। অভিনেতা-অভিনেত্রীদের এতটা ওপেন হওয়া উচিত নয়। একটু রহস্য রাখতে হয়। আমি ইনস্টা থেকে রেভিনিউ পাওয়ার চেষ্টা করি না।

প্রশ্ন: আড়াই বছর পর আবার ছোটপর্দায়, ফিরতে হল কেন?
সোমরাজ: আগেও ফিরতে পারতাম। অন্য একটা প্রোজেক্টে চুক্তিবদ্ধ ছিলাম। সব থেকে বড় কারণ, ভাল প্ল্যাটফর্ম। তারপর ভাল গল্প। ভাল লেখিকা। আমি মনে করি টেলিভিশন রাইটার্স মিডিয়াম। ভাল গল্প হলেই ৩৬৫ দিন দর্শক দেখবেন। এছাড়াও, টেলিভিশনের রিচ অনেক বেশি।

প্রশ্ন: নিয়মিত রোজগারেরও বড় মাধ্যম… 
সোমরাজ: সেটা অবশ্যই আছে। তবে যতদিন ধারাবাহিক চলছে। কেউ যদি বছরে ছ’টা ছবি করেন তা হলে বড়পর্দাকেও নিয়মিত রোজগারের মাধ্যম বলা যায়। অনেক অভিনেতার কাছে ছোটপর্দায় অভিনয়, রোজগারের একমাত্র মাধ্যম। আমার অন্য অপশন আছে, তাই রিস্ক নিতে পেরেছি।



প্রশ্ন: বড়পর্দা থেকে ছোটপর্দায় ফিরলে অনেকেই ভাবেন, কিছু করতে না পেরে ফিরেছে!
সোমরাজ: ২০২০-র পর থেকে এটা নিয়ে ভাবি না। আমার সিনিয়ররাও বড়পর্দা থেকে ছোটপর্দায় ফিরেছেন। ২০২৩-এ অনেকেই আবার টেলিভিশনে কাজ শুরু করেছেন। এটা আমাকে মোটিভেট করেছে। 

প্রশ্ন: বড়পর্দায় কাজের অভিজ্ঞতা কেমন?
সোমরাজ: দু’ঘণ্টার মধ্যে একটা গল্প বলা হয়ে যায়। টেলিভিশনে যেটা অনেকদিন চলতে থাকে। বড় পর্দায় কাজের প্ল্যান প্রথম থেকেই ছিল। একটা সিরিয়াল শেষ হলেই আমার চেষ্টা শুরু হয়ে যেত। কোভিডের পর সিরিয়ালের অভিনেতাদের বড়পর্দায় কাজের সুয়োগ বেড়ে যায়। আমিও সুযোগ পেয়েছি। হ্যাপি।

প্রশ্ন: ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়ে এলেন? 
সোমরাজ: ইচ্ছেটা ছিল। তাই গ্ল্যামার শো-তে যোগ দিয়েছিলাম। সেখান থেকেই লাকিলি স্টার জলসায় কাজ করার সুযোগ পেয়ে যাই। 

প্রশ্ন: শুটিংয়ের প্রথম দিন মনে পড়ে?
সোমরাজ: মনে তো আছেই। প্রথম দিনের মতো আজও কিছু না কিছু শিখছি। আমার মনে হয় টেলিভিশন খুব টাফ ফরম্যাট। খুব কম সময়ের মধ্যে অনেক কনটেন্ট তুলতে হয়। আমি যখন কাজ শুরু করি ২০-২২ ঘণ্টা শুটিং হত। তখন সোশ্যাল মিডিয়ার এত রমরমা ছিল না। টেলিভিশনে কাজ করে খুব তাড়াতাড়ি আমি পরিচিতি পেয়েছি। 

প্রশ্ন: আপনি অন্য সিরিয়াল দেখেন?
সোমরাজ: নিজেকে আপডেটেড রাখতে অন্য সিরিয়ালও দেখতে হয়, এটা আমার ব্যক্তিগত ধারণা। আমি সব শো দেখার চেষ্টা করি। সেটে আলোচলাও হয়।

প্রশ্ন: একটা স্বপ্ন নিয়ে শুরু করেছিলেন, কতটা সত্যি হল?
সোমরাজ: একটা সময় টেলিভিশনে কাজ করতে চেয়েছি, পেয়েছি। তারপর লিড রোল চেয়েছি, সেটাও পেয়েছি। বড়পর্দায় কাজের স্বপ্নও পূরণ হয়েছে। এখন রোম্যান্টিক থ্রিলারে কাজ করছি, এটাও চেয়েছিলাম। এরপর অ্যাকশন ফিল্মে কাজ করতে চাই। 

প্রশ্ন: বাবা যাদবের সঙ্গে?
সোমরাজ: হ্যাঁ, ওই ছবির প্রেস রিলিজও হয়েছে। কাজ শুরু হয়নি।

প্রশ্ন: আপনাকে গাইতেও দেখা যায়, নায়ক-গায়ক?
সোমরাজ: না, ওটা নিয়ে এখনই কিছু ভাবিনি। না শিখে কিছু করে ট্রোলড হতে চাই না।




নানান খবর

নানান খবর

প্রয়াত অনিল কাপুরের মা নির্মল কাপুর, শোকস্তব্ধ অর্জুন-জাহ্নবী-সোনম

Exclusive: সত্যজিতের ডাকে গোঁফ ফেলে দিলেন ‘নবাব’! ‘শাখাপ্রশাখা’র অভিজ্ঞতা আজও রঞ্জিত মল্লিকের অমূল্য ‘মানিক’

১৭ বছর পর ফিরছে অক্ষয়-সইফ জুটি! কোন পরিচালকের থ্রিলারে ফুটবে পুরনো জুটির ম্যাজিক?

লতা, কিশোর, আরিজিৎ—সবকিছু ইতিহাস পাকিস্তানে! প্রতিবেশী দেশের এফএম থেকে উধাও ভারতীয় সুর

সত্যজিৎকে অভিনব শ্রদ্ধার্ঘ্য, ‘জয় বাবা ফেলুনাথ’ এবং ‘চিড়িয়াখানা’-র পোস্টারের আদলে ‘চোর’দের ছবি ঘোষণা!

'আর দেখা হবে না..' বর্ষীয়ান অভিনেতা হরিদাস চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে পাথর শ্রুতি দাস, প্রিয় 'মিঠুদাদু'কে শেষবার্তায় কী লিখলেন?

ছোটপর্দায় ফিরেই বিয়ের পিঁড়িতে আরিয়ান! চেনেন পাত্রীকে?

কন্নড় গান গাও! অনুষ্ঠানের মাঝেই 'হুমকি', মেজাজ হারিয়ে মুখের উপর কী রগরগে জবাব দিলেন সোনু?

‘ওর জীবনের সেরা চরিত্র এটা-ই’—দীপিকাকে নিয়ে শাহরুখের আবেগঘন মন্তব্য, চোখ ভিজল বলিউডের!

বলিউডে অভিষেক হচ্ছে ববি দেওলের দুই ছেলের! কোন ছবিতে দেখা যাবে আর্যমান ও ধর্মকে?

মেঘলা পাহাড়, তরতাজা প্রেম আর ফেডারেশন-জট পেরিয়ে শুরু রাহুলের ‘মন মানে না’

ক্যাটরিনা-করিনা বাদ, জিতলেন দীপিকা! শাহরুখের ‘কিং’-এ কোন অবতারে দেখা যাবে তাঁকে?

মৃত্যুকে চোখ রাঙিয়ে কুমির ভর্তি লেকে ঝাঁপ দিলেন নওয়াজ! কার জন্য?

টুকটুকে লাল বেনারসিতে মুখেভাত কৃষভির, অক্ষয় তৃতীয়ায় মেয়ের মুখ দেখালেন কাঞ্চন-শ্রীময়ী

‘হাউজফুল ৫’-এর ঝলকে ঢুকে পড়ল নেটফ্লিক্সের ‘স্কুইড গেম’-এর ঘাতক! দমফাটা কমেডির ভিড়ে এবার মৃত্যুর গন্ধ?

সোশ্যাল মিডিয়া