১৬ বছর পর পর্দায় ফের ফিরছে সেই জনপ্রিয় জুটি। অক্ষয় কুমার ও সইফ আলি খানের জুটি ফিরছে এক গা ছমছমে, দুরন্ত থ্রিলারে। ছবির নাম রাখা হয়েছে ‘হেওয়ান’। ‘হেওয়ান’ (অর্থাৎ ‘পশু’ অথবা পশুপ্রবৃত্তি কোনও ব্যক্তি)। ছবির নামের মধ্যেই কেমন এক বিপজ্জনক গন্ধ, যা নাকি একেবারে মিলে গিয়েছে এই ছবি নিয়ে প্রিয়দর্শনের ভাবনার সঙ্গে। এক সূত্র জানিয়েছে, অনেকগুলো নাম ভেবেছিলেন টিম, কিন্তু ‘হেওয়ান’ শব্দটাই সবার কাছে সবচেয়ে জোরদার মনে হয়েছে। কারণ, ছবির দুই মুখ্য চরিত্র—অক্ষয় ও সইফ যেভাবে নিজেদের চরিত্রে ঢুকছেন, তাতে এই নামটাই নাকি মানানসই। গত রবিবার থেকে এই ছবির শুটিং শুরু হয়েছে কেরালার কোচিতে। ছবিটি মূলত ২০১৬ সালের মোহনলাল অভিনীত মালয়ালম হিট ‘ওপ্পম’-এর হিন্দি রূপান্তর।
শুটিং শুরু হওয়ার প্রথম দিনেই ভক্তদের জন্য ছোট্ট চমক দিলেন অক্ষয়। ইনস্টাগ্রামে শেয়ার করলেন সেট থেকে একটি মজার ভিডিও। সেখানে ‘সেইন্ট’ অর্থাৎ ‘সাধু’ লেখা টি-শার্ট পরে দাঁড়িয়ে আছেন তিনি। আর সাইফকে ইঙ্গিত করে রসিকতা করে বলেন—“আমি এই শয়তানকে খুব ভাল চিনি।” খুনসুটি আর পুরনো দিনের স্মৃতি টেনে মুহূর্তেই নস্টালজিক করে তুললেন অনুরাগীদের।
ভক্তদের মনে সঙ্গে সঙ্গেই ভেসে উঠেছে তাঁদের একসঙ্গে করা জনপ্রিয় ছবি—‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’, ‘ইয়ে দিল্লাগি’, তু চোর ম্যায় সিপাহি’ আর ‘তশন’। প্রায় দুই দশক বাদে ফের সেই জুটি ফিরছে বলিউডের পর্দায়।
অক্ষয় পোস্টের ক্যাপশনে যা লিখলেন, তার বাংলা তর্জমা করে দাঁড়ায় —
“সব মানুষই ভিতর থেকে অল্প হলেও শয়তান ,
কেউ সাধু সেজে বসে থাকে, আর কেউ ভিতর থেকে পুরোপুরি হেওয়ান!
আজ শুরু হচ্ছে ‘হেওয়ান’-এর শুটিং, আমার প্রিয় ক্যাপ্টেন প্রিয়দর্শন স্যারের সঙ্গে। আর সাইফের সঙ্গে প্রায় ১৮ বছর পরে কাজ করতে পেরে দারুণ লাগছে। চলুক শুরু হোক এই ‘শয়তানি’!”
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Jolly Mishra - Asli Jolly from Kanpur (@akshaykumar)
এ প্রসঙ্গে অক্ষয় বললেন,“ ফের প্রিয়দর্শনজির সঙ্গে কাজ করছি, এটা আমার কাছে বড় আনন্দের। আর সইফের সঙ্গে এত বছর পর আবার জুটি বাঁধছি, সেটাই আসল উত্তেজনা। অপেক্ষা করতে পারছি না।” পাশাপাশি ছবির নাম নিয়েও খুনসুটি করতে ছাড়েননি খিলাড়ি —
“এটা যেন আমার ভাগ্যে লেখা ছিল। আগে করেছি ইনসান, তারপর জানোয়ার, আর এখন হেওয়ান। তাই শেষমেশ এবার এই ট্রিলজি সম্পূর্ণ হল—ইনসান, জানওয়ার, হেওয়ান! তবে এটা কিন্তু একেবারেই পরিকল্পিত ছিল না।”
প্রযোজনা করছে কেভিএন প্রোডাকশনস এবং থেসপিয়ান ফিল্মস। ভেঙ্কট কে নারায়ণ ও শৈলজা দেশাই ফেন্ন-এর যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে ছবিটি। শুটিং হবে কোচি, উটি এবং মুম্বইয়ের নানা লোকেশনে।
অন্যদিকে,অক্ষয় কুমারের ব্লকবাস্টার ‘রাউডি রাঠৌর’এর সিকুয়েলের অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। কিন্তু প্রায় তিন বছরের চেষ্টার পর অবশেষে প্রযোজক শবিনা খান এবং সঞ্জয় লীলা বনশালি, লেখক ভি. বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে মিলে প্রকল্পটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন।
কারণ হিসাবে জানা গিয়েছে, অংশীদার সংস্থা ডিজনি এই ছবির অধিকার নিয়ে চূড়ান্ত সম্মতি দিতে রাজি হয়নি। ফলে আপাতত ‘রাউডি রাঠৌর ২’ আর হচ্ছে না। বদলে নতুন করে তৈরি হচ্ছে একটি পুলিশ-অ্যাকশন ড্রামা, যেটির সঙ্গে আর ‘রাউডি রাঠোর’-এর নাম জড়াবে না।
ছবিটি পরিচালনা করবেন দক্ষিণী পরিচালক মিত্র। শুটিং শুরু হওয়ার কথা ২০২৬ সালের গোড়ায়। এক সময় এই সিক্যুয়েলের সঙ্গে নাম জড়িয়েছিল সিদ্ধার্থ মালহোত্রার। নতুন ছবিটিতে তিনি থাকছেন কি না, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।