আজকাল ওয়েবডেস্ক: অ্যান্ডারসন-তেন্ডুলকর টেস্ট সিরিজ শেষ হওয়ার পর থেকেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির প্রত্যাবর্তন নিয়ে আলোচনা শুরু হয়েছে। অক্টোবরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে ফিরবেন দুই মহাতারকা। কিন্তু তার আগেই বাইশ গজে প্রত্যাবর্তন হতে পারে হিটম্যানের। মূল টুর্নামেন্টের প্রস্তুতিস্বরূপ অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে খেলতে পারেন। একটি রিপোর্ট অনুযায়ী, বেসরকারি একদিনের সিরিজে খেলার সম্ভাবনা রয়েছে রোহিতের। মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফির পর খুব বেশি ম্যাচ খেলেননি। আইপিএলের পর কোনও ধরনের ক্রিকেট খেলেননি। কিন্তু ইতিমধ্যেই অস্ট্রেলিয়া সিরিজের জন্য প্রস্তুতি শুরু করে দেন। শোনা যাচ্ছে, ভারতীয় এ দলের হয়ে খেলার ইচ্ছাপ্রকাশ করেন তিনি। তবে এখনও কিছু নিশ্চিত হয়নি। তিনটে বেসরকারি একদিনের ম্যাচ ৩০ সেপ্টেম্বর, ৩ এবং ৫ অক্টোবর হওয়ার কথা। 

মহম্মদ কাইফ মনে করেন, ২০২৭ বিশ্বকাপ ভারতের জার্সিতে শেষ টুর্নামেন্ট হবে রোহিতের। তাঁর ধারণা, একদিনের আন্তর্জাতিকেও তাঁর উত্তরসূরি হবেন শুভমন গিল। গিলের উত্থান রূপকথার। বর্ডার-গাভাসকর ট্রফির পর লাল বলের ক্রিকেট থেকে অবসর নেন রোহিত। তারপর নেতৃত্বের দায়িত্ব পান গিল। ইংল্যান্ড সিরিজ ২-২ ড্র হয়। ব্যাট হাতে ৭৫৪ রানের পর এশিয়া কাপের দলে সূর্যকুমার যাদবের ডেপুটি করা হয় তরুণ ক্রিকেটারকে। গিলের এই উত্থানে রোহিতের ভবিষ্যৎ নিয়ে আরও প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। টি-২০ এবং টেস্ট থেকে ইতিমধ্যেই অবসর নেন রোহিত। 

আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন শুভমন। তাঁকে অল ফরম্যাট অধিনায়ক হিসেবে দেখছেন মহম্মদ কাইফ। নিজের ইউ টিউব চ্যানেলে ভারতের প্রাক্তনী বলেন, 'শেষ তিন বছরে, গিল ২০০০ রান করেছে। ও ভবিষ্যতের অধিনায়ক। ও টেস্ট অধিনায়ক। টি-২০ তে ও সহ অধিনায়ক। রোহিত একদিনের আন্তর্জাতিকের অধিনায়ক। ওর বয়স প্রায় ৩৮। ২০২৭ বিশ্বকাপের পর অবসর নেবে। ও সরে যাওয়ার পর, গিল অধিনায়ক হবে।' গতবছর টি-২০ বিশ্বকাপজয়ী দলে ছিলেন না শুভমন। কিন্তু পাঁচ ম্যাচের জিম্বাবোয়ে সিরিজে তাঁকে দলে নেওয়া হয়। সিরিজ শেষের পর তাঁকে একদিনের আন্তর্জাতিক এবং টেস্টে ফোকাস করতে বলা হয়। যার ফলে টি-২০ তে কিছুটা পিছিয়ে পড়েন। সহ অধিনায়ক ঘোষিত হওয়ার পর, গত বছরের জুলাইয়ের পর প্রথম টি-২০ প্রতিযোগিতায় অংশ নেবেন গিল। প্রসঙ্গত, রোহিতের ভবিষ্যৎ নিয়ে এর আগেও প্রশ্ন তোলেন আকাশ চোপড়া। ভারতের প্রাক্তন তারকা মনে করেন, ভুল ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত এবং বিরাট। বিশ্বকাপের আগে খুব বেশি একদিনের ম্যাচ খেলার সুযোগ পাবে না দুই মহাতারকা। যার ফলে ফিটনেস সমস্যা হতে পারে। একইসঙ্গে, নিজেদের মোটিভেট করতেও সমস্যা হতে পারে। তাই ২০২৭ বিশ্বকাপে দুই মহারথীর খেলা নিয়ে খুব আশাবাদী নয় আকাশ চোপড়া।