আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো বিয়ে নিয়ে সরব হলে ধনশ্রী বর্মা। মাস খানেক আগে একটি পডকাস্টে তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ নিয়ে মুখ খোলেন যুজবেন্দ্র চাহাল। দেড় বছর আলাদা থাকার পর চলতি বছরের ২০ মার্চ ডিভোর্স হয় চাহাল এবং ধনশ্রীর। রিপোর্ট অনুযায়ী, খোরপোশের জন্য ৪.৭৫ কোটি দিতে হয়েছে ভারতীয় তারকাকে। এবার 'ভুয়ো বিয়ে' নিয়ে মুখ খুললেন চাহালের প্রাক্তন স্ত্রী। ধনশ্রী বলেন, 'ব্যক্তিগত জীবন আমরা কেন প্রকাশ্যে আনতে চাই না তার একটা কারণ আছে। একটা কয়েনের দুটো দিক আছে। এক হাতে তালি বাজে না। আমি এই বিষয়ে মুখ খুলছি না, তার মানে এই না যে কেউ যা ইচ্ছে বলবে। কেউ এটার অ্যাডভান্টেজ নিতে পারে না। এটা ঠিক নয়। আমার মনে হয়, এটা কারোর সঙ্গেই হওয়া উচিত না।' সরাসরি চাহালকে একহাত নেন। তোলেন পডকাস্ট প্রসঙ্গ। ধনশ্রী বলেন, 'জানি না কাল সকালে উঠে পডকাস্টে এসে কে কী বলে দেবে। আমি ভূতে ভয় পাই না। অন্ধকারে ভয় পাই না। এটা সত্যি। ভূত, অন্ধকার, উচ্চতায় আমি ভয় পাই না, শুধু পডকাস্টে পাই।'

ধনশ্রী জানান, তাঁর দিকটা সে ভবিষ্যতে প্রকাশ্যে আনতে পারে। বর্তমানে শুধু নিজের কেরিয়ারে মনোযোগ দিচ্ছেন। ধনশ্রী বলেন, 'জীবনে কিছু করতে হলে, একই ঘটনার কথা বারবার বলে লাভ নেই। আমার এই নিয়ে অনেক কিছু বলার আছে। আমার দিকের গল্পটা বলার আছে। সেটা নিয়ে কি আমি কিছু বলতে চাই? হয়ত ভবিষ্যতে।' প্রসঙ্গত, ২০২০ সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় চাহাল এবং ধনশ্রীর। ২০২২ সালের জুন থেকে আলাদা থাকেন দু'জন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বান্দ্রা ফ্যামিলি কোর্টে ডিভোর্সের আবেদন জানান। একইসঙ্গে ছয় মাসের কুলিং পিরিয়ড খারিজ করার আবেদনও করা হয়। সেকশন ১৩ বি ২ নম্বর ধারা অনুযায়ী, বিবাহ বিচ্ছেদের আবেদন জমা দেওয়ার ছয় মাস পরে সিদ্ধান্ত জানায় কোর্ট। দম্পতিদের কুলিং অফ পিরিয়ড দেওয়া হয় যাতে তাঁরা নিজেদের মধ্যে সমস্যা মিটিয়ে নিতে পারে। কিন্তু চাহাল এবং ধনশ্রী দু'বছর ধরে আলাদা থাকছে। তাই বোম্বে হাইকোর্ট মনে করে, তাঁদের ক্ষেত্রে ছয় মাসের কুলিং অফ পিরিয়ড প্রযোজ্য নয়। ৪ কোটি ৭৫ লক্ষ টাকার খোরপোশ দিতে রাজি হন চাহাল। প্রাথমিকভাবে ২ কোটি ৩৭ লক্ষ ৫৫ হাজার টাকা দেন চাহাল। বাকি টাকা পরে মিটিয়ে দেন। ২০ মার্চের মধ্যে মামলা মিটিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল ফ্যামিলি কোর্টকে। একই তারিখে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের। 

আইপিএল থেকেই আরও একজন মহিলার সঙ্গে দেখা যাচ্ছে তারকা স্পিনারকে। ধনশ্রী বর্মার সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে বেশ কিছুদিন ধরেই চর্চার ছিলেন যুজবেন্দ্র চাহাল। তারমধ্যে আরজে মাহভাশের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল দেখার পর নতুন করে গুঞ্জন শুরু হয়। সেই ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অবশ্য এই নিয়ে মুখ খোলেনি দু'জনের কেউই। কিন্তু সেই গুঞ্জন উস্কে দেন খোদ চাহাল। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মাহভাশের সঙ্গে ছবি পোস্ট করেন তারকা স্পিনার। ছবিতে সেলফি তুলতে দেখা যায় আরজেকে। তারপর একাধিকবার দু'জনকে একসঙ্গে দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় তারকা স্পিনারকে নিয়ে প্রচুর পোস্ট করেন মাহভেশ। যদিও তাঁদের সম্পর্ক নিয়ে কেউই মুখ খোলেনি।