সোমবার ২৯ এপ্রিল ২০২৪

সম্পূর্ণ খবর

Eknath Shinde: শিন্ডে গোষ্ঠীই আসল শিবসেনা, সিদ্ধান্ত বিধানসভার স্পিকারের

Riya Patra | ১০ জানুয়ারী ২০২৪ ১৩ : ৪০


আজকাল ওয়েবডেস্ক: বিধানসভায় শিন্ডে গোষ্ঠীই আসল শিবসেনা। যখন বালাসাহেব পুত্র বিধানসভা থেকে শিন্ডে শিবিরের বিধায়কদের পদ খারিজের আর্জি জনিয়েছিলেন, তার রায়ে বিধানসভার স্পিকার জানিয়ে দিলেন ওই গোষ্ঠীই আসল শিবসেনা। কার্যত এই রায় বড় ধাক্কা উদ্ধব শিবিরের জন্য। আচমকা নিখোঁজ, সেখান থেকে ফিরে আসা এবং উদ্ধবের হাত ছেড়ে গেরুয়া শিবিরের হাত ধরা, পরিস্থিতিতে চাপে পড়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে উদ্ধব ঠাকরের সরে দাঁড়ানো। শিন্ডের কার্যকলাপ মহারাষ্ট্রের রাজনীতিতে যে নাটকীয় পটপরিবর্তন ঘটিয়েছিল, তার রেশ জারি এখনও। গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত হয়ে একনাথ শিন্ডে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেও, শিন্ডে শিবিরের বিধায়কদের পদ খারিজের আর্জি জানিয়েছিলেন বালাসাহেব পুত্র উদ্ধব। কিন্তু ফল হল উল্টো। স্পিকার রাহুল নারওয়েকার জানালেন, বিধানসভায় শিন্ডে গোষ্ঠীই আসল শিবসেনা। ওই গোষ্ঠীর বিধায়কদের পদ খারিজ করা যাবে না। স্পিকারের যুক্তি, শিন্ডেকে বৈধ ভাবেই শিবসেনার পরিষদীয় দলনেতা হিসেবে যুক্ত করা হয়েছিল। ওই দলের ১৯৯৯ এর সংবিধান অনুযায়ী দলের সভাপতি তাঁকে অপসারণ করতে পারেন না। অর্থাৎ উদ্ধবের সেই এক্তিয়ার নেই। সঙ্গেই স্পিকার বলেছেন, ঠাকরে শিবির এমন কোনও তথ্য দিতে পারেনি, যাতে প্রমাণিত হয় শিন্ডে শিবির এবং বিজেপি মিলিতভাবে কাজ করছিল। স্পিকারের সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে দাবি করছেন ঠাকরে শিবিরের নেতা নেত্রীরা।



বিশেষ খবর

নানান খবর

International Dance Day 2024 #aajkaalonline #danceday #InternationalDanceDay2024

নানান খবর



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া