আজকাল ওয়েবডেস্ক: চন্দ্রকান্ত পণ্ডিতকে আর রাখা হয়নি। পরের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কোচ হবেন কে? জল্পনা চলছে। শোনা যাচ্ছে অভিষেক নায়ার হতে পারেন কোচ।
এটা ঘটনা, তিন বছর দায়িত্বে থাকার পর সরে গিয়েছেন চন্দ্রকান্ত পণ্ডিত। তাঁর জায়গায় কে হবেন কেকেআরের পরবর্তী কোচ? ইঙ্গিত দিলেন সহকারী কোচ অভিষেক নায়ার। এশিয়া কাপে ভারতের দল ঘোষণার মাঝেই সেই ইঙ্গিত দিয়েছেন তিনি।
মঙ্গলবার এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা করা হয়েছে। ঘোষণা করা হয়েছে মহিলা বিশ্বকাপের জন্য দলও। তার আগে সম্প্রচারকারী চ্যানেলে সঞ্চালক রৌণক কাপুরের সঙ্গে কথা বলছিলেন অভিষেক নায়ার ও আকাশ চোপড়া। সেখানে ভারতীয় ক্রিকেটারদের আইপিএলের পারফরম্যান্সের প্রসঙ্গ আসে। তখনই নায়ার ইঙ্গিত দেন যে আগামী বছর কেকেআর দলের সব সিদ্ধান্ত তাঁকে নিতে হবে।
নায়ারের এই ইঙ্গিত শোনার পরেই জল্পনা শুরু হয়েছে। কেউ বলছেন, নায়ার প্রধান কোচ হবেন। আবার কেউ বলছেন তিনি মেন্টর হবেন। তবে কেকেআরে মেন্টরের পদে রয়েছেন ডোয়েন ব্র্যাভো। সুতরাং, নায়ারের প্রধান কোচ হওয়ার সম্ভাবনা বেশি।
এটা ঘটনা, দীর্ঘ দিন ধরে কেকেআরে সহকারী ও ব্যাটিং কোচের দায়িত্ব সামলেছেন নায়ার। গত বারের আইপিএলের আগে দলের তৎকালীন মেন্টর গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচ হন। তিনি নায়ারকে ভারতীয় দলের সহকারী কোচ করেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই চাকরি যায় নায়ারের। তার কয়েক দিনের মধ্যেই আবার কেকেআরের সহকারী কোচের পদে ফেরেন তিনি।
এদিকে, গত মাসে মহিলাদের আইপিএলে ইউপি ওয়ারিয়র্স দলের কোচ হয়েছেন নায়ার। অর্থাৎ, এর পর যদি তিনি কেকেআরের কোচ হন, তা হলে একসঙ্গে দুটো দল সামলাতে হবে নায়ারকে। সেটা কি কেকেআর ম্যানেজমেন্ট চাইবে? তা নিয়ে কিন্তু ধোঁয়াশা থেকে যাচ্ছে। তার মধ্যেই একটা ইঙ্গিত দিয়ে রাখলেন নায়ার।
প্রসঙ্গত, ২০২৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হয় কেকেআর। সেই দলের সহকারী কোচ ছিলেন নায়ার। শেষ বার প্লে–অফে উঠতে পারেনি দল। প্রতিযোগিতার মাঝপথে নায়ার ফিরলেও সাফল্য আসেনি। এখন দেখার পরের মরসুমে নায়ারই কেকেআরের প্রধান কোচ হন কিনা।
এদিকে, মঙ্গলবার এশিয়া কাপের দল নির্বাচন হয়ে গেল। নজরে টি–টোয়েন্টি বিশ্বকাপ। সেই দিকে লক্ষ্য রেখেই নির্বাচকরা এশিয়া কাপের দল বেছে নিলেন মঙ্গলবার। সূর্যকুমার যাদব দলের অধিনায়ক। শুভমান গিল দলের ভাইস ক্যাপ্টেন। এবারের এশিয়া কাপ হচ্ছে টি–টোয়েন্টি ফরম্যাটে। ভারতের অভিযান শুরু ১০ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর ভারত–পাক মহারণ।
শুভমান গিলকে নিয়ে চর্চা চলছিল। তিনি কি এশিয়া কাপের দলে ঢুকবেন? এ নিয়ে তীব্র আলোচনা চলছিল। ইংল্যান্ডের মাটিতে শুভমান গিলের নেতৃত্বে ভারত টেস্ট সিরিজে সমতা ফিরিয়ে দেশে ফিরেছে। এরপরে শুভমান গিলকে এশিয়া কাপে বাইরে রাখা সম্ভব ছিল না।
এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে ওপেন করবেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। অভিষেক শর্মা এই মুহূর্তে টি–টোয়েন্টি ফরম্যাটে একনম্বর ব্যাটসম্যান। তাঁর সঙ্গে ওপেন করতে দেখা যাবে সঞ্জু স্যামসনকে। যে সঞ্জু টি–টোয়েন্টি ফরম্যাটে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন।
