আজকাল ওয়েবডেস্ক: অযোধ্যার অলিতে গলিতে এখন জোর তোড়জোড়। ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৯৯২ সালে ধ্বংস করা হয়েছিল বাবরি মসজিদ। সেই সময় থেকেই মৌনব্রত পালন করছেন ঝাড়খণ্ডের ধানবাদের সরস্বতী দেবী। তিন দশক ধরে তিনি কারও সঙ্গে কথা বলেলনি। এলাকায় তিনি তাই মৌনী মাতা বলেই পরিচিত। এই মৌনী মাতার বর্তমান বয়স ৮৫ বছর। তিনি প্রতিজ্ঞা করেছিলেন রাম মন্দির উদ্বোধনের দিনেই তিনি ফের কথা বলবেন। সোমবারই তিনি অযোধ্যার দিকে রওনা দিয়েছেন। এতদিন ধরে কোনও বিষয় বোঝাতে হলে মৌনী মাতা ইশারা বা লিখে বোঝাতেন। রাম মন্দির উদ্বোধনের দিন ঘোষণা হওয়ায় মৌনী মাতা লেখেন, তিরিশ বছরের তপস্যা শেষ হল। রাম নাম দিয়েই ফের কথা বলা শুরু করব।