আজকাল ওয়েবডেস্ক: মুনির তো আগেই পরমাণু হুমকি দিয়েছেন। আবার জল নিয়ে যুদ্ধ করতে চাইছেন বিলাওয়াল। নেতা-ফিল্ড মার্শাল যখন যুদ্ধের কথা বলছেন, ওদিকে ভারতের সাহায্য চাইছে পাকিস্তান? সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে উঠে আসছে তেমনই তথ্য।
পাকিস্তানি বংশোদ্ভূত বাসিন্দাদের এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ফিল্ড মার্শাল পদমর্যাদার মুনির বলেন, ‘ভবিষ্যতে ভারতের সঙ্গে সংঘর্ষে পাকিস্তান যদি ‘অস্তিত্ব সঙ্কটের’ সম্মুখীন হয়, তাহলে তারা সর্বনাশা শক্তি দিয়ে প্রতিশোধ নিতে প্রস্তুত থাকবে।
মুনির বলেন, “আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি আমরা মনে করি আমরা ধ্বংসের দিকে যাচ্ছি, তাহলে আমরা আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকে ধ্বংস করে দেব।” সেক্ষেত্রে যদিও আলোচনার বিষয়, মুনিরের সাহসী দাবি সত্ত্বেও, পাকিস্তানের কি বিশ্বব্যাপী পারমাণবিক হামলার ক্ষমতা আছে?
আবার, মুনির ভারতের সিন্ধু নদী অববাহিকায় যেকোনো ধরনের পরিকাঠামো নির্মাণ ধ্বংসেরও হুমকি দেন। তিনি দাবি করেন, ভারতের এই প্রকল্পগুলো পাকিস্তানের জন্য জলের প্রবাহে বাধা সৃষ্টি করলে তা ২৫ কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করবে। তিনি বলেন, “আমরা অপেক্ষা করব ভারত কোনও বাঁধ বানানোর জন্য, আর একবার বানালে ১০টা ক্ষেপণাস্ত্র দিয়ে ওটা উড়িয়ে দেব… সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও ঘাটতি নেই, আলহামদুলিল্লাহ।”
আরও পড়ুন: 'কামড়ে-টামড়ে দেয়, সমস্যা হাজার', দিল্লির পর রাজস্থানের রাস্তা থেকেও সরিয়ে নিতে হবে পথকুকুরদের
সেসবের মাঝেই আবার বড় দাবি বিলাওয়ালের। সেনাপ্রধান জেনারেলের দাবির ঠিক পরে পরেই সামনে আসে আরও এক ভয়ানক দাবি। জানা যায়, পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি সোমবার ভারতের বিরুদ্ধে আরও এক দফা যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি নাকি জানিয়েছিলেন, নয়া দিল্লি সিদ্ধান্ত পরিবর্তন না করলে, জল নিয়েই যুদ্ধ বাঁধবে।
এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে বিলাওয়াল ভুট্টো দাবি করেন, সিন্ধু নদীর জল পাকিস্তান থেকে দূরে সরিয়ে নেওয়া দেশের ইতিহাস, সংস্কৃতি এবং সভ্যতার উপর আক্রমণ, বিশেষ করে সিন্ধুর উপর। বিলাওয়ালকে উদ্ধৃত করে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, তিনি বলেছেন, ভারতের আগ্রাসী জলনীতি তুলে ধরার জন্যই তিনি সেসব প্রসঙ্গ উত্থাপন করছেন। তিনি বলেন, যুদ্ধের ক্ষেত্রে মোদির মুখোমুখি হওয়ার শক্তি পাকিস্তানের জনগণের রয়েছে।
অন্যদিকে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, পরপর যুদ্ধ হুমকি একদিকে। অন্যদিকে আবার, ইসলামাবাদ ভারতকে অবিলম্বে সিন্ধু জল চুক্তির স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছে, যা মে মাস থেকে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর স্থগিত করে রেখেছে নয়াদিল্লি। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে তারা চুক্তির পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পাকিস্তানের সামরিক প্রধান আসিম মুনিরের পারমাণবিক যুদ্ধের হুমকি এবং জল বণ্টন চুক্তিতে ভারতের অবস্থান নিয়ে পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর যুদ্ধ ঘোষণার পর পাকিস্তানের পক্ষ থেকে এই অনুরোধ করা হয়েছে বলে খবর সূত্রের।
সূত্রের খবর, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর সোমবার ভারতকে সিন্ধু জল চুক্তির স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য অনুরোধ করেছে। সে দেশের বিদেশ মন্ত্রক জানিয়েছে, তারা ভারতকে অবিলম্বে সিন্ধু জল চুক্তির স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার এবং চুক্তির বাধ্যবাধকতাগুলি সম্পূর্ণরূপে এবং বিশ্বস্ততার সাথে পালন করার আহ্বান জানাচ্ছে।
