আজকাল ওয়েবডেস্ক: নেশাতুর। আরও নেশা করতে চায়। তার জন্যই টাকা চাইছিল। বাড়িতে বেশ ঝামেলা ঝঞ্ঝাটও করে। যদিও বাবা-মা-ঠাকুমা, কেউই রাজি হননি। ব্যাস। সেখানেই বদলে গেল পরিস্থিতি। মত্ত যুবক, কোনওদিকে কিছু না ভেবে, পর পর কোপ চালাল তিনজনের উপর।
মহারাষ্ট্রের বীড জেলার পারলি শহর। মাদকাসক্তির জন্য টাকা না দেওয়ায় মুহূর্তে শেষ করে দেওয়ার পরিকল্পনা যুবকের।
ওই যুবকের নাম আরবাজ রমজান কুরেশি। তাঁর ঠাকুমা জুবেদা কুরেশি ঘটনাস্থলেই মারা যান। তাঁর বাবা-মা আম্বাজোগাইয়ের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবক তাঁর পরিবারের সদস্যদের কাছে টাকা চেয়েছিল। কিন্তু পরিবারের তিন সদস্যের কেউই রাজি হননি। তারপরেই মত্ত যুবক হাতে ছুরি নিয়ে ছুটে যায় তিনজনের দিকেই। কেউ কিছু বোঝার আগেই পরপর কোপ সকলকে।
জানা গিয়েছে, যুবকের পরপর ছুরির কোপে ঘটনাস্থলেই মারা যায় তার ঠাকুমা। পড়শিরা ঘটনায় হতবাক। শোকাহত।
