আজকাল ওয়েবডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস৷ শুধু তাই নয়, ভয়াবহ প্রতারণা এবং চুরি। চাঞ্চল্যকর অভিযোগে ২৯ বছর বয়সি এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বেঙ্গালুরুর বাগলগুন্টে ওই যুবকের কীর্তিতে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ, এক তরুণীর কাছ থেকে প্রায় ২০ লক্ষ টাকা এবং ২০০ গ্রাম সোনা হাতিয়ে নিয়েছে অভিযুক্ত শুভম শুক্লা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত নেলামঙ্গলায়। পুলিশ জানিয়েছে, শুভমের নিশানায় ছিল এক পরিবারের দুই বোন। প্রথমে ওই পরিবারের নাবালিকা ছোট মেয়ের সঙ্গে আলাপ জমায় সে। অভিযোগ, তাকে হেনস্থা করার পর ওই নাবালিকার মাধ্যমেই তার পরিবারের অন্দরে ঢুকে পড়ে শুভম। এর পর বড় বোনকে প্রেমের জালে ফাঁসিয়ে লিভ-ইন সম্পর্কের প্রস্তাব দেয় সে।
পরিবারকে এড়াতে ওই তরুণীকে দিয়ে শুভম মিথ্যা বলিয়েছিল যে, কাজের সূত্রে তিনি মুম্বই যাচ্ছেন। আদতে গত তিন বছর ধরে বেঙ্গালুরুতেই এক সঙ্গে ছিলেন তাঁরা। অভিযোগ, এই সময়ের মধ্যেই তরুণীর থেকে নগদ টাকা ও বিপুল গয়না হাতিয়ে নেয় ওই যুবক।
পরে তরুণী জানতে পারেন যে শুভম বিবাহিত। এই নিয়ে শুরু হয় প্রতিবাদ। প্রতিবাদের জেরে বাকবিতণ্ডা চলতে থাকলে স্ত্রীকে ডিভোর্স দেওয়ার প্রতিশ্রুতি দেয় শুভম। কিন্তু এর পরেই শুরু হয় নৃশংস শারীরিক অত্যাচার। তরুণীর ওপর শুরু হয় রোজকার মারধর ও অত্যাচার। শেষমেশ অতিষ্ঠ হয়ে পালিয়ে এসে পুলিশের দ্বারস্থ হন ওই নির্যাতিতা। ঘটনার জেরে পকসো আইন ও প্রতারণার মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
