আজকাল ওয়েবডেস্ক: ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী মুখ কে হবেন তা নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ইন্ডিয়া জোটের শেষ বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম করেছেন। তাঁকে সমর্থন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। তবে জেডিইউ বিধায়ক গোপাল মন্ডলের মতে, ইন্ডিয়া ব্লকের প্রধানমন্ত্রীর মুখ হওয়া উচিত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কারণ হিসাবে তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে নীতীশ কুমারই ইন্ডিয়া জোট তৈরি করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নীতীশের আছে। এরপর সাংবাদিকরে খাড়গে প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করলে তিনি বলেন, দেশের বহু মানুষ খাড়গের নামই জানেন না। কিন্তু নীতীশ কুমারকে সকলে একনামেই চেনে। কংগ্রেসের প্রসঙ্গ তুলে এনে গোপাল মন্ডল বলেন, যদি বিহারের ৪০ টি আসন কংগ্রেসকে ছেড়ে দেওয়া হয় তবে তারা কি জিততে পারবে ? কংগ্রেস দেশের মধ্যে বৃহত্তর দল হতে পারে কিন্তু বিহারের চিত্রটা একেবারে আলাদা। জেডিইউয়ের আরেক নেতা কেসি ত্যাগীর মতে, যেখানে কংগ্রেসের ক্ষমতা কম সেখানে যদি তাঁরা বেশি আসন দাবি করে তবে তা জোটের পক্ষে সঠিক হবে না। তাই নীতীশ কুমারই প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার।
