জয়ন্ত আচার্য,ঢাকা: বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। সোমবার সকালে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ভারত, রাশিয়া, চিন, ভূটান, ফিলিপিন্স, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কার রাষ্ট্রদূতরা। নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় নিজ নিজ দেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভিনন্দন জানান তারা।
সোমবার বিকেলে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করবেন বাংলাদেশের আওয়ামী লীগ সভাপতি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২৪ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। এই সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ।
পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সোমবার বিকেলে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি-বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করবেন বাংলাদেশের আওয়ামী লীগ সভাপতি। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ২২৪ আসনে জয় পেয়েছেন আওয়ামী লীগের এমপি প্রার্থীরা। এই সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে টানা চতুর্থবারের জন্য ক্ষমতায় বসতে যাচ্ছে আওয়ামী লীগ।
পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
