আজকাল ওয়েবডেস্ক: বাতাসে বিষাদের সুর। আজ দশমী। কৈলাসে ফিরছেন মা দুর্গা। বাংলায় ইতিমধ্যেই প্রতিমা বিসর্জনের পর্ব চলছে। অন্যদিকে আজ দশেরা উৎসব৷ দেশের একাধিক রাজ্যে রাবণ বধের তোরজোড় চলছে জোরকদমে৷ এই বিশেষ দিনে দেশবাসীকে বিজয়া দশমী ও দশেরার শুভেচ্ছা জানালেন রাজনৈতিক নেতা-নেত্রীরা৷ সকালে দেবী দুর্গার একটি ছবি পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি লিখেছেন, 'আবার এসো মা...৷' বিজয়া দশমীর শুভেচ্ছার পাশাপাশি দশেরার অভিনন্দন জানিয়েছেন তিনি। সমাজ মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, 'দশমীতে দেশজুড়ে আমার পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাই৷' কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন, 'মিথ্যা ও অহংকার ধ্বংস হোক, সত্য ও মানবতা সবার জীবনে থাকুক। শুভ দশেরা।' রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ আরও অনেকেই বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন।