আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৯ জনের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৪০ জন।
জানা গিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গভীর খাদে পড়ে যায়। শুক্রবার এই ঘটনার পর এমনটাই জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকরা।
সূত্র মারফত জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসটি সোলান থেকে হরিপুর ধার যাচ্ছিল। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, পাহাড়ি রাস্তায় চলার সময় হঠাৎ বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়।
এরপর সেটি উল্টে গিয়ে গভীর খাদে পড়ে। প্রবল ধাক্কায় বাসটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়, যার ফলে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনার পর গোটা এলাকায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। খাদ থেকে যাত্রীদের চিৎকার ও আর্তনাদ শোনা যাচ্ছিল।
স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। বহু যাত্রী বাসের ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছিলেন, তাঁদের উদ্ধারকারীরা তড়িঘড়ি বের করেন।
খবর পেয়ে পুলিশ ও জেলা প্রশাসনের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তৎক্ষণাৎ ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
পাশাপাশি খাদ থেকে মৃতদেহ উদ্ধারের কাজও চালানো হচ্ছে। এই দুর্ঘটনার সঠিক কারণ জানতে প্রশাসনের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিরমৌরের পুলিশ সুপার নিশ্চিন্ত সিং নেগি ঘটনায় মৃতদের খবর নিশ্চিত করেন।
সংবাদ সংস্থা এএনআইয়ের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে। পুরোদমে উদ্ধারকাজ জারি রয়েছে। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে। পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে।’
ঘটনাস্থলে প্রথম পৌঁছায় স্থানীয় বাসিন্দারাই। আহতদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু ঘটনায় শোকপ্রকাশ করেন।
সবরকম সাহায্যের হাত বাড়িয়ে দেন। এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে তিনি লেখেন, ‘সিরমৌর জেলার হরিপুরধারে ভয়াবহ বাস দুর্ঘটনার খবর অত্যন্ত দুর্ভাগ্যজনক। এই ঘটনায় আমি শোক প্রকাশ করছি। যাঁদের এই ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। সরকারি পরিবারের পাশে আছে।'
জানা গিয়েছে, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী আহত এবং নিহতদের পরিবারের পাশে থাকতে সরকারকে নির্দেশ দিয়েছেন। এমনকী, আর্থিক ভাবেও যাতে সকলকে পূর্ণ সমর্থন দেওয়া হয় সেই নির্দেশও দিয়েছেন তিনি।
