আজকাল ওয়েবডেস্ক: আর কিছুক্ষণের মধ্যে শুরু পঞ্চম টেস্ট। ওভালে ভারতীয় দলে বেশ কয়েকটা চমক থাকতে পারে। তারমধ্যে থাকতে পারে কয়েকটা সাহসী পরিবর্তন। পাঁচ ম্যাচের সিরিজে ১-২ এ পিছিয়ে ভারত। ওভালে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করবেন গৌতম গম্ভীর এবং শুভমন গিল। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য নেই যশপ্রীত বুমরা। তাঁর জায়গায় টেস্টে অভিষেক হতে পারে অর্শদীপ সিংয়ের। তবে এটাই একমাত্র পরিবর্তন নয়। এছাড়াও তিনটে বদল হতে পারে। সিরিজে সমতা ফেরানোর আপ্রাণ চেষ্টা করবেন গৌতম গম্ভীর এবং শুভমন গিল। সর্বভারতীয় সংবাদমাধ্যমের একটি রিপোর্ট অনুযায়ী, দলে ফিরতে পারেন করুণ নায়ার। ম্যাঞ্চেস্টার টেস্টের দল থেকে বাদ পড়েন তিনি। শার্দূল ঠাকুরের জায়গায় দলে ফিরবেন। 

চতুর্থ টেস্টে করুণের জায়গায় নেওয়া হয়েছিল সাই সুদর্শনকে। রান পান তামিলনাড়ুর ব্যাটার। তাই তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই নেই। বরং, ফেরানো হচ্ছে করুণকে। ওভালে টেস্টের দল থেকে বাদ পড়বেন যশপ্রীত বুমরা এবং অংশুল কম্বোজ। প্রথম একাদশে ফিরছেন আকাশ দীপ। কম্বোজের জায়গার অর্শদীপ সিং এবং প্রসিদ্ধ কৃষ্ণর মধ্যে একজনকে খেলানো হবে। প্রথম চার টেস্টে সুযোগ পাননি কুলদীপ যাদব। তাঁকে খেলানোর দাবি তোলেন বিশেষজ্ঞরা। কিন্তু এবার ইংল্যান্ড সফরে সুযোগ নাও পেতে পারেন চায়নাম্যান। ম্যাঞ্চেস্টারে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর শতরান‌ করায়, তাঁদের বাদ দেওয়ায় প্রশ্ন নেই। এই জুটিকেই দেখা যাবে ওভালে। বলের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী দুই অলরাউন্ডার। এটাই তাঁদের কুলদীপের থেকে এগিয়ে রাখবে। গম্ভীর বরাবরই অলরাউন্ডার খেলানোর পক্ষে। একজনকে বসিয়ে কোনওভাবেই বিশেষজ্ঞ স্পিনার খেলাবেন না। সুতরাং, পঞ্চম টেস্টে মোট চারটে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। 

টেস্ট শুরুর দু'দিন আগে ওভালের পিচ কিউরেটরের সঙ্গে তুমুল বচসায় জড়ান গৌতম গম্ভীর। সোমবার লন্ডনে পৌঁছেছে টিম ইন্ডিয়া। মঙ্গলবার ভেন্যুতে প্রথম প্র্যাকটিস সেশন ছিল। কিন্তু ভারতীয় দলকে যে পরিকাঠামো দেওয়া হয়, তাতে অসন্তুষ্ট ছিলেন গভীর। আলোচনা তর্কের পর্যায় পৌঁছে যায়। যাতে প্রচণ্ড চটে যান ভারতের হেড কোচ। গ্রাউন্ড স্টাফদের দিকে আঙুল তুলে চিৎকার করতে দেখা যায় তাঁকে। গম্ভীরকে বলতে শোনা যায়, 'তুমি বলতে পারো না আমাদের কী করতে হবে।' পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়, হস্তক্ষেপ করেন ব্যাটিং কোচ শীতাংশু কোটাক। ভারতীয় কোচিং স্টাফের বাকি সদস্যরাও পরিস্থিতি সামাল দেয়। গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার হুমকি দেয় ওভালের গ্রাউন্ড স্টাফ। তার উত্তরে গম্ভীর বলেন, 'তোমরা যাকে খুশি অভিযোগ করতে পারো। কিন্তু তুমি আমাদের বলতে পারো না আমাদের কী করতে হবে।' আপাতত সব ভুলে সিরিজে সমতা ফেরাতে মরিয়া টিম ইন্ডিয়া।