আজকাল ওয়েবডেস্ক: আজ মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫। জ্যোতিষশাস্ত্র মতে, আজ চন্দ্র অবস্থান করছে কন্যা রাশিতে এবং সূর্য রয়েছে কর্কট রাশিতে। এখন চলছে শ্রাবণ মাস। অর্থাৎ মহাদেবের প্রিয় মাস। উপরন্তু পঞ্জিকা অনুসারে আজ শিব যোগ এবং সিদ্ধি যোগ। দুই শুভ যোগের প্রভাবে আজ খুলে যেতে পারে একাধিক রাশির সৌভাগ্যের দরজা। মহাদেবের কৃপায় ভাগ্য ফিরবে কোন কোন রাশির? দেখে নেওয়া যাক।
বৃষ: আজ কর্মক্ষেত্রে আপনার প্রতিভা সকলের নজরে পড়তে পারে। যে কাজটি নিয়ে আপনি গত কয়েক দিন ধরে চিন্তিত ছিলেন, তা আজ সফলভাবে সম্পন্ন হবে। ব্যবসার জন্য আজকের দিনটি লাভজনক হতে পারে। বিশেষ করে পুরোনো কোনও বিনিয়োগ থেকে আজ বিপুল পরিমাণ লাভ হতে পারে। পারিবারিক সম্পর্ক আরও দৃঢ় হবে, সঙ্গীর সঙ্গে মানসিক বোঝাপড়া বাড়বে।
 
 আরও পড়ুন: শুক্রাণু দান করে কত টাকা আয় হয়? ভারতে বীর্য দাতা হতে গেলে কোন কোন নিয়ম জানতে হবে?
 
 সিংহ: এই রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে। যে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দৃঢ় থাকবেন এবং সেই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে। যাঁরা বিদেশে পড়াশোনার কথা ভাবছেন, তাঁদের জন্য আজকের দিনটি আবেদনপত্র জমা দেওয়ার পক্ষে অত্যন্ত শুভ। দাম্পত্য জীবনে প্রেম ও শ্রদ্ধা বৃদ্ধি পাবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকার না হয়ে যায়।
 
 আরও পড়ুন: ৮৫ বছর বয়সে মাধ্যমিকে বসেও ফের অকৃতকার্য! ইনিই পৃথিবীর সবচেয়ে বয়স্ক স্কুলছাত্র
 
 কন্যা: চন্দ্র এই রাশিতে অবস্থান করছেন, তাই আজ সারাদিন মানসিক প্রশান্তি ও আনন্দ অনুভব করবেন। আজ শরীর-স্বাস্থ্যও বেশ ভাল থাকবে। দীর্ঘদিনের কোনও স্বাস্থ্যগত সমস্যা আজ থেকে সেরে ওঠার দিকে যাবে। অফিসে আপনার নেতৃত্ব দানের ক্ষমতা স্বীকৃতি পেতে পারে। সৃজনশীল পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি দারুণ সাফল্য বয়ে আনতে পারে।
 
 
 ধনু: আজ নতুন কিছু শিখতে বা কোনও কোর্সে ভর্তি হতে পারেন। শিক্ষক-শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি শুভ। যাঁরা লেখালিখি, গবেষণা বা আইন সংক্রান্ত কাজে যুক্ত, তাঁদের জন্য আজকের দিনটি যথেষ্ট ফলপ্রসূ হতে পারে। আর্থিক দিক থেকেও কিছু সুখবর আসতে পারে। দুপুরের পরে বন্ধুদের সঙ্গে দেখা-সাক্ষাৎ বা ছোটখাটো ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
 
  কুম্ভ: আজ এই রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে নতুন ভাবনার সঞ্চার হবে। আপনি যাঁদের সঙ্গে কাজ করেন, তাঁদের কাছ থেকে আজ ভাল ব্যবহার পাবেন। দাম্পত্য সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও আন্তরিক হবে। যাঁরা শিল্প, অভিনয় বা মিডিয়ার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য আজকের দিনটি দারুণ সুযোগ এনে দিতে পারে। কোনও বন্ধুর পরামর্শ আজ জীবনের দিশা বদলে দিতে পারে।
কুম্ভ: আজ এই রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে নতুন ভাবনার সঞ্চার হবে। আপনি যাঁদের সঙ্গে কাজ করেন, তাঁদের কাছ থেকে আজ ভাল ব্যবহার পাবেন। দাম্পত্য সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও আন্তরিক হবে। যাঁরা শিল্প, অভিনয় বা মিডিয়ার সঙ্গে যুক্ত, তাঁদের জন্য আজকের দিনটি দারুণ সুযোগ এনে দিতে পারে। কোনও বন্ধুর পরামর্শ আজ জীবনের দিশা বদলে দিতে পারে।
তবে মনে রাখতে হবে, জ্যোতিষশাস্ত্র কখনও শতভাগ নিশ্চিত ভবিষ্যদ্বাণী নয়, বরং এটি সম্ভাবনার দিশা দেখায়। ব্যক্তিগত কোষ্ঠী অনুযায়ী এর বদল হতে পারে।
