২০২৫ সালের বলিউড যেন প্রেমের গুঞ্জন, নীরব স্বীকারোক্তি আর চুপিসারে বেড়ে ওঠা সম্পর্কের উত্তাপের ঢিমেতালে আঁচে নিজেকে সেঁকছে। বড়পর্দার তারকারা যখন কেরিয়ারের মোড়ে, তখন তাঁদের ব্যক্তিগত সম্পর্ক, সম্ভাব্য রোম্যান্স আর অফ-স্ক্রিন রসায়ন-ই যেন সোশ্যাল মিডিয়া থেকে বিনোদন দুনিয়া, সবেতেই ট্রেন্ডিং।
2
8
তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া: সবচেয়ে বেশি আলোচনায় তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া। ইএক ফ্যাশন উইকের মঞ্চে দাঁড়িয়ে তাঁকে দেখে বীরের দিকে উড়ে যাওয়া সেই হাসি–ভরা উষ্ণ ফ্লাইং কিস যেন জল্পনার আগুনে ঘি ঢেলে দিয়েছে। এরপর বিমানবন্দরে তাঁদের রংমিলান্তি আউটফিট-এ ধরা পড়া, সব মিলিয়ে সম্পর্ক ঘোষণার গুঞ্জন প্রায় নিশ্চিত করে ফেলেছে বলিউড মহল।
3
8
কৃতি স্যানন-কবীর বাহিয়া: এরপর নজর কৃতি স্যানন ও ব্যবসায়ী কবীর বাহিয়া–র দিকে। একাধিক আউটিং, ক্রিকেট ম্যাচ থেকে বড় ইভেন্ট! যেখানে কৃতি রয়েছেন, সেখানেই নেপথ্যে যেন কবীরের ছায়া। গুঞ্জন বলছে, বন্ধুত্ব কি ধীরে ধীরে অন্য পথে হাঁটছে?
4
8
তৃপ্তি দিমরি-স্যাম মার্চেন্ট: তৃপ্তি দিমরি ও স্যাম মার্চেন্ট–এর রসায়ন অনেকদিন ধরেই আলোচনায়। খুব বেশি প্রকাশ্যে না এলেও মাঝেমধ্যে তাঁদের প্রকাশ্যে উপস্থিতি, সোশ্যাল মিডিয়ার সূক্ষ্ম ইঙ্গিতই রহস্যকে জীবন্ত রাখছে
5
8
শ্রদ্ধা কাপুর-রাহুল মোদি: একেবারে অন্যরকম উষ্ণতায় ভরা শ্রদ্ধা কাপুর ও রাহুল মোদির জুটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি মুহূর্ত, যেখানে দেখা গিয়েছিল শ্রদ্ধাকে হাতে করে খাইয়ে দিচ্ছেন রাহুল। বারবার বিভিন্ন ছোটখাটো জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে তাঁদের। সব মিলিয়ে এ সম্পর্কের গুঞ্জনও বেশ দৃঢ়।
6
8
খুশি কাপুর -বেদাং রায়না: ‘দ্য আর্চিস’–এর মুক্তির পর থেকেই বলিউডের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন খুশি কাপুর ও বেদাং রায়না। ডেবিউ প্রজেক্ট থেকেই দু’জনকে ঘিরে সম্পর্কের গুঞ্জন থামেনি একদিনও। সোশ্যাল মিডিয়া থেকে পাপারাৎজির ক্যামেরা—যেখানেই তাঁদের একসঙ্গে ধরা পড়েছে, নতুন করে শুরু হয়েছে জল্পনা। পরিস্থিতিকে আরও উসকে দিয়েছেন বেদাং নিজেই। একটি সাক্ষাৎকারে তিনি খোলাখুলি জানিয়েছেন, তাঁদের সম্পর্ক “সত্যিকারের এবং কোনও তাড়াহুড়ো নেই” এই একটুকু স্বীকারোক্তিই যেন আগুনে ঘি ঢেলে দিয়েছে। বলিউড মহলের দাবি, এই মন্তব্যের পর তাঁরা যে কেবল সহ-অভিনেতা নন, তার ইঙ্গিত আরও দৃঢ় হল।
7
8
সুহানা খান-অগস্ত্য নন্দা: এখানেই শেষ নয়, সুহানা খান ও অগস্ত্য নন্দা–র নামও একই তালিকায় বহুদিন ধরেই স্থায়ী। ডেবিউ ফিল্ম থেকেই তাঁদের কেমিস্ট্রি নিয়ে চলছে নানা রকম জল্পনা। একসঙ্গে একাধিকবার প্রকাশ্যে ধরা পড়া, ইভেন্টে পাশাপাশি উপস্থিতি, সবই যেন বাড়িয়েছে কৌতূহল। নিউ ইয়র্কের একটি ইভেন্টে দু’জনের আলাদা আলাদা ছবি ভাইরাল হলেও, মজার বিষয় হল, সেই আলাদা ফটোই নেটিজেনদের কাছে তাঁদের একসঙ্গে থাকার প্রমাণ হিসেবে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
8
8
আহান পাণ্ডে-অনীত পাড্ডা: সবশেষে নতুন প্রজন্মের হাই–ভোল্টেজ জুটি আহান পাণ্ডে ও অনীত পাড্ডা। 'সাইয়ারা'-র এই জুটির অংশ-স্ক্রিন রসায়ন বাস্তবেও রোম্যান্সে রূপ নেবে কি না, সে নিয়েই উত্তেজনা তুঙ্গে। আহান যদিও বলেছেন সম্পর্ক নয়, “একটা বিশেষ বন্ধুত্ব”, কিন্তু তাতে কী? দর্শকদের আশা এখনও অটুট।