আজকাল ওয়েবডেস্ক: এসআইটি চ্যালেঞ্জারস কাপ ২০২৫-এর চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হল বুধবার শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি নিজস্ব প্লে গ্রাউন্ডে। এ দিনের রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে ইলা পাল চৌধুরী মেমোরিয়াল হিন্দি স্কুল জয়ী হয়। শিলিগুড়ি মবার্ট হাই স্কুল ২-০ গোলে পরাজিত হয়।
আন্ত-স্কুল নকআউট ফুটবল এই খেলায় মোট ১৯ টি দল অংশগ্রহণ করেছিল। চলতি মাসের ১৪ জুলাই খেলা শুরু হলেও বুধবার তার চূড়ান্ত পর্যায়ের খেলার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি হয়। আজকের খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল খেলোয়ার ও কোচ মেহতাব হোসেনে। তাঁকে দেখার জন্য মাঠে পড়ুয়া ও ফুটবল প্রেমীদের ভিড় ছিল লক্ষ্য করার মতো। খেলা শেষে প্রত্যেক অংশগ্রহণকারী খেলোয়াড়দের সন্মানিত করা হয়।
ইলা পাল চৌধুরী মেমোরিয়াল হিন্দি স্কুলকে চূড়ান্ত জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য রাজীব মুন্ডাকে ম্যান অফ দ্য ম্যাচ হিসাবে পুরস্কৃত করা হয়। এসাইটি স্নাতক কলেজের অধ্যক্ষ অনিন্দ্যা বসু খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। ম্যান অফ দ্য ম্যাচ রাজীবকেও সম্মানিত করা হয়। তাঁর হাতে পুরস্কার তুলে দেন হিমালয়ান নার্সিং কলেজ ও স্কুলের অধ্যক্ষ, মিসেস পদ্মা ইয়ালমো এবং টেকনো ইন্ডিয়া স্কুলের প্রধানশিক্ষিকা ডঃ নন্দিতা নন্দী।
রানার্স-আপ দল, মবার্ট হাই স্কুলকে তাদের প্রশংসনীয় পারফরম্যান্সের জন্য সম্মানিত করা হয়। দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ডঃ জয়দীপ দত্ত, প্রিন্সিপাল-ইনচার্জ, এসআইটি এবং ডাঃ অরুন্ধতী চক্রবর্তী, প্রিন্সিপাল-ইনচার্জ, এসআইটি-কলেজ অফ প্রফেশনাল স্টাডিজ-এর তরফে।
বিজয়ী দলকে প্রধান অতিথি মেহতাব হোসেন এবং টেকনো ইন্ডিয়া গ্রুপের সিনিয়র ভাইস প্রেসডিন্ট ভাস্কর রায় তাদের খেলার জন্য প্রশংসা করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রধান অতিথি মেহতাব হোসেন জানান, আজকে এই খেলার একটি অংশ হতে পেরে আমি খুব খুশি। ফুটবল খেলার প্রাথমিক প্রতিভা সকলের সামনে উঠে আসে স্কুল টুর্নামেন্টগুলির মাধ্যমে। একটি ভাল খেলোয়ারকে তৈরি করার ক্ষেত্রে স্কুলের শিক্ষকদের অবদান প্রচুর।” এই রকম টুর্নামেন্টের মাধ্যমে শুধু মাত্র যাঁরা আজ অংশগ্রহণ করেছে তারাই নয় মাঠে আগত অন্যান্য পড়ুয়াদের মধ্যেও ফুটবলের প্রতি আকর্ষণ বাড়বে বলে অভিমত তাঁর।
অন্যদিকে, সিবিএসই ক্লাস্টার ২ ভলিবল চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর আয়োজন করছে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল দুর্গাপুর। প্রতিযোগিতা শুরু হয়েছে মঙ্গলবার থেকে। চলবে চলতি মাসের ২৬ তারিখ পর্যন্ত। প্রায় ৪৩টি নথিভুক্ত স্কুল, ৬০০ জন ছাত্র, শিক্ষক এবং ম্যানেজাররা অংশ নিয়েছেন এই বিশাল প্রতিযোগিতায়। ছত্তিশগড়, ওড়িশা, পশ্চিমবঙ্গের ছাত্ররা সামিল হয়েছে। টেকনো ইন্ডিয়া গ্রুপের স্কুল ডিভিশনের সহকারী ডিরেক্টর সন্দীপ দাস ও দুর্গাপুর এনটিপিএস পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ নাসরিন সুলতানা এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। তাঁরাও এই অনুষ্ঠান নিয়ে গর্বিত এবং আনন্দিত।
