আজকাল ওয়েবডেস্ক: এক দশক আগে ইউরোপে পেশাদার ফুটবল খেলা প্রথম ভারতীয় মহিলা ফুটবলার হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। এবার সেই অগ্রদূত, প্রাক্তন ভারতীয় মহিলা দলের গোলকিপার আদিতি চৌহান ঘোষণা করলেন তাঁর অবসর। বৃহস্পতিবার এক আবেগঘন সোশ্যাল মিডিয়া পোস্টে ৩২ বছর বয়সি অদিতি জানালেন, ১৭ বছরের ফুটবল জীবনে ইতি টানছেন তিনি। তবে ফুটবল ছাড়লেও খেলার জগৎ থেকে দূরে সরে যাচ্ছেন না। বরং আগামী প্রজন্মের জন্য আরও শক্ত ভিত গড়ে তুলতে চান বলে জানিয়েছেন তিনি।
পোস্টে অদিতি লিখেছেন, ‘ধন্যবাদ ফুটবল, আমায় গড়ে তোলার জন্য, আমায় পরীক্ষা নেওয়ার জন্য, আর আমায় ধরে রাখার জন্য। ১৭ বছরের অবিশ্বাস্য যাত্রা শেষে আমি কৃতজ্ঞতা ও গর্ব নিয়ে পেশাদার ফুটবল থেকে বিদায় নিচ্ছি’। দিল্লি থেকে স্বপ্ন দেখা শুরু। তারপর যুক্তরাজ্যে গিয়ে স্পোর্টস ম্যানেজমেন্টে মাস্টার্স পড়ার পাশাপাশি খেলেছেন ইংল্যান্ডের প্রখ্যাত ক্লাব ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে। ভারতীয় মহিলা ফুটবলে এই ট্রান্সফার ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ। পোস্টে অদিতি লেখেন, ‘আমার কখনও পড়াশোনা আর প্যাশনের মধ্যে একটাকে বেছে নিতে হয়নি। দুটোই একসঙ্গে করেছি, আর এই ভারসাম্যই আমার পরিচয় গড়ে দিয়েছে’।

আন্তর্জাতিক পর্যায়ে ভারতের হয়ে ৫৭টি ম্যাচ খেলেছেন অদিতি। তাঁর গোলকিপিং দক্ষতার উপর ভর করে ভারত ২০১২, ২০১৬ ও ২০১৯ সালের মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ জেতে। তাঁর কথায়, ‘আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি, মনোযোগ, আগুন, শরীর, শুধুমাত্র ভারতীয় দলের ১ নম্বর জার্সিটা ধরে রাখার জন্য। তবে এই আলোয় ভরা মঞ্চের পেছনে ছিল নীরব লড়াই, সমাজের প্রশ্ন, অনিশ্চয়তা, আঘাত’।
তিনি আরও বলেন, ‘এসিএল চোট থেকে আমি দু’বার ফিরে এসেছি। এই ফিরে আসার গল্পটাই আমি রেখে যেতে চেয়েছি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। মানসিক শক্তিই সবকিছু’। ২০১৮ সালে ভারতে ফিরে আসার পর অদিতি যোগ দেন গোকুলম কেরালা এফসিতে। ২০১৯-২০ এবং ২০২১-২২ মরশুমে তারা জিতেছিল ইন্ডিয়ান ওমেনস লিগ। পাশাপাশি, এএফসি ওমেনস ক্লাব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছেছিলেন, তৃতীয় স্থান অর্জন করেছিলেন।
শেষ মরশুমে অদিতি কলকাতা ভিত্তিক শ্রীভূমি এফসির হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং দলকে তৃতীয় স্থানে পৌঁছে দেন। নিজের পোস্টে অদিতি জানান, মাঠ ছাড়লেও ফুটবল তাঁর হৃদয়ের খুব কাছেই থাকবে। এখন থেকে তিনি কাজ করবেন আগামী প্রজন্মের জন্য এক ‘শক্তিশালী ফুটবল ইকোসিস্টেম’ তৈরি করতে। পোস্টে তিনি বলেন, ‘আমার দ্বিতীয় ইনিংস ফুটবলকে ফিরিয়ে দেওয়ার জন্য। যে খেলা আমায় সবকিছু দিয়েছে, এবার তার জন্য কিছু করে দেখানোর পালা’। পোস্টের শেষে তিনি লেখেন, ‘স্বপ্ন দেখো, নিজের ওপর বিশ্বাস রাখো, আর কঠোর পরিশ্রম করে যাও – ফর্মুলা একটাই’।
