আজকাল ওয়েবডেস্ক: মেলার স্থান। জড়ো হয়েছেন কাতারে কাতারে মানুষ। আর ভিরের মাঝেই হাঁটছেন  আরও বহু মানুষ। তাঁদের শরীরের নানা অংশে জড়ানো লিকলিকে সাপ। সেই অবস্থায় হেঁটে চলেছেন তাঁরা। ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই আঁতকে উঠছেন মানুষ। প্রশ্ন করছেন, সেখানে হাজির হওয়া সাধারণ মানুষজন কী করছেন? ভয়ে তো ভিমরি খাওয়ার জোগাড়!


ঘটনাস্থল বিহার। কিন্তু কেন এভাবে জনসমক্ষে শরীরে সাপ জড়িয়ে কেনই বা হাঁটছেন মানুষ? ঘটনাস্থলের যে সময়ের ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে, তা মূলত নাগ পঞ্চমী মেলার সময়ের ছবি বা ভিডিও। বিহারের সমস্তিপুরের সিংহিয়া ঘাটে শত শত ভক্ত জড়ো হয়েছিলেন নাগ পঞ্চমী মেলায় অংশগ্রহণ করতে।

আরও পড়ুন: দাউদাউ করে জ্বলছে গোটা শপিং মল, একের পর এক ঝলসে যাওয়া দেহ চেনাই দায়!


এই মেলাটি একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান। আর সেখানেই ধর্মীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে মানুষ সাপ নিয়ে যান হাতে-ঘাড়ে-মাথায় জড়িয়ে। 

তথ্য, এই মেলায় মূলত মিথিলা অঞ্চলের মানুষ জড়ো হন। যার মধ্যে খাগরিয়া, সহরসা, বেগুসরাই এবং মুজাফফরপুর জেলাও রয়েছে।মেলার নানা আকর্ষণ রয়েছে। সেসব দেখতেই মূলত জমায়েত। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Pradeep Yadav (@br_vlogger17)