আজকাল ওয়েবডেস্ক: কিছুক্ষণ আগেও সবকিছু ঠিক ছিল। কিছুক্ষণ পরেই সব শেষ। আনন্দ, ঘরাঘুরি, উচ্ছ্বাস মুহূর্তে বদলে গিয়েছে মৃত্যু মিছিল, আতঙ্ক, হাহাকারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ইরাকের একটি শপিং মলে। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, আগুনে ঝলসে, শ্বাসরোধ হয়ে প্রাণ গিয়েছে অন্তত ৬০ জনের।
বহু মানুষ আহত, অসুস্থ। ঘটনার পর থেকে কোনও খোঁজ মেলেনি অন্তত ১১ জনের। যদিও কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি এখনও। সূত্রের খবর, ঘটনার ৪৮ ঘণ্টার মাথায় ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হবে।
আরও পড়ুন: ‘সুপার আর্থ’ থেকে মিলছে সাড়া, তাহলে কী তেনাদের সঙ্গে দেখা হবে...
দক্ষিণ ইরাকের ওয়াসিত প্রদেশের কুট শহরে অবস্থিত একটি পাঁচতলা শপিং মলের ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, একটি তলায় আগুন লাগার পর দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে অন্যান্যতলাগুলিতে। ভিতরে তখন বহু মানুষ ছিলেন। এত দ্রুততার সঙ্গে ছড়িয়ে পড়ে লেলিহান শিখা, বেশিরভাগ মানুষ বেরোতে পারেননি বাইরে।
بالفيديو | واسط : هذا ما تبقى من "هايبر ماركت الكوت" الذي أتت عليه النيران بالكامل ، بعد أيام قليلة من افتتاحه#قناة_الغدير_الخبر_في_لحظات pic.twitter.com/QqOQ1OVCSY
— قناة الغدير (@alghadeer_tv)Tweet by @alghadeer_tv
ওই শপিং মলের একাধিক ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, তাতে দেখা গিয়েছে, একটি পাঁচতলা শপিং মল জ্বলছে দাউদাউ করে। চারদিকে আগুনের শিখা আর কালো ধোঁয়া। যদিও ওই ভিডিওগুলির সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
ঘটনা প্রসঙ্গে বৃহস্পতিবার ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহির জানিয়েছেন, অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে ঘটনায়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময় ওই মলের ভিতরে যাঁরা ছিলেন, বেশিরভাগই ঝলসে গিয়েছেন আগুনের লেলিহান শিখায়। দেহগুলি এমনভাবে ঝলসে গিয়েছে, সেগুলি চেনাই দায় হয়ে উঠেছে বলেও জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলি।

শহরের একজন স্বাস্থ্য কর্মকর্তা ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, 'আমরা ৫৯ জন নিহতের একটি তালিকা তৈরি করেছি যাদের পরিচয় নিশ্চিত করা গিয়েছে, কিন্তু একজনের দেহ এতটাই ভয়াবহভাবে ঝলসে গিয়েছে যে, তাঁকে শণাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।'
অগ্নিকাণ্ডের ঘটনার পর নগর কর্মকর্তা আলী আল-মায়াহি রয়টার্সকে জানিয়েছেন, আশঙ্কা করা হচ্ছে শপিং মলের ভিতরে আরও একাধিক মৃতদেহ রয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ওই দেহগুলি উদ্ধার করা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা না গেলেও, জানা গিয়েছে ওই বহুতলের মালিক এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে।
যদিও এই প্রথম নয়। এর আগেও একাধিক জায়গার শপিং মলে, বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে সাম্প্রতিক সময়ে। বেশিরভাগ ক্ষেত্রেই অগ্নিকাণ্ডের প্রাথমিক কারণ হিসেবে উঠে এসেছে শট সার্কিট তত্ত্ব। জুন মাসে দিল্লির একটি বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দ্বারকা সেক্টর-১৩-এর এমআরভি স্কুলের কাছে, শপথ সোসাইটি নামে একটি আবাসিক ভবনের আট এবং ন' তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন-আতঙ্ক থেকে প্রাণ বাঁচাতে বাবা-ছেলে-মেয়ে বহুতলের ব্যালকনি থেকে ঝাঁপ দেন। ঘটনায় মৃত্যু হয় তিনজনেরই।
