আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্ট জেতার পরও স্বস্তি নেই ইংল্যান্ড শিবিরে। আগের দিনই দুই পয়েন্ট কাটা গিয়েছে। তবে এবার দরাজ সার্টিফিকেট পেলেন বেন স্টোকস। ইংল্যান্ডের প্রাক্তন সহকারী কোচ পল ফারব্রেস বেন স্টোকসের ভূয়সী প্রশংসা করেন। তাঁকে 'মানুষের নেতা' এবং 'আধুনিক ইয়ান বোথাম' বলে সম্বোধন করেন। একটি সাক্ষাৎকারে ফারব্রেস বলেন, 'বেন একজন নেতা। এটাই ওর সবচেয়ে ভাল দিক। আমরা সবাই অধিনায়কত্বের ট্যাকটিক্যাল দিকটা জানি। বেন একজন আদর্শ নেতা। যখন ট্রেভর বেলিস প্রথম বলেছিলেন, বেন ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হতে পারে, ইংলিশ মিডিয়ার অনেকেই হেসে বলেছিলেন, হাস্যকর কথা না বলাই ভাল। আমি যখন ইংল্যান্ড দলের সঙ্গে যুক্ত ছিলাম। দেখতাম ওকে যত বেশি দায়িত্ব দেওয়া হত, তত ভাল পারফর্ম করত। ও বরাবরই একজন আদর্শ নেতা। বেন কিছু করলে সবাই তার অঙ্গ হতে চায়। সবাই ওর সঙ্গে থাকতে চায়। আমি একবারও বলছি না, ট্যাকটিক্যাল অধিনায়ক হিসেবে ও ভাল না। তবে ও একজন লিডার।'

লর্ডসে ভাল বল করেন স্টোকস। ৪৪ এবং ৩৩ রান করার পাশাপাশি ৫ উইকেট নেন। ম্যাচের সেরা হন। অসাধারণ বোলিং স্পেলের পাশাপাশি দলকে মোটিভেট করার জন্যও বাড়তি প্রশংসা পেলেন ইংল্যান্ডের অধিনায়ক। ফারব্রেস বলেন, 'লাঞ্চের ঠিক আগে ঋষভ পন্থের রান আউট অনবদ্য। রাহুলকে স্ট্রাইকে আনার চেষ্টা করছিল। যাতে লাঞ্চের আগে শতরান পেয়ে যায়। সেটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। বেন সেটা করতে সক্ষম। ও গেম চেঞ্জার। ওকে পুরো ফিট দেখে খুবই ভাল লাগছে। ওকে বল করতে দেখেও খুব ভাল লাগছে। কারণ ওর উইকেট নেওয়ায় ক্ষমতা রয়েছে। ও আমাদের আধুনিক ইয়ান বোথাম। দু'জনেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে।' বাজবল স্টাইলের জন্য সমালোচনার মুখে পড়তে হয় ইংল্যান্ড দলকে। কিন্তু লর্ডস টেস্ট জয় সমালোচকদের মুখ বন্ধ করবে। এই প্রসঙ্গে ফারব্রেস বলেন, 'লর্ডস টেস্ট ম্যাচের গুরুত্ব অপরিসীম ছিল। প্রথম থেকেই ইংল্যান্ডের মনোভাব ভাল লেগেছে। এই খেলাই সবাই দেখতে চায়। তবে সবচেয়ে ভাল দিক হল, ম্যাচ শেষ হওয়ার পর সিরাজ ভেঙে পড়েছিল। ইংল্যান্ডের প্লেয়াররা সবাই ওর কাছে গিয়ে সান্ত্বনা দেয়। অসাধারণ ম্যাচ।' তিন টেস্টে স্টোকসের রান ১৬৩। গড় ২৭.১৬। সর্বোচ্চ ৪৪। নিয়েছেন ১১ উইকেট। 

এদিকে লর্ডস টেস্ট জেতা সত্ত্বেও বড় সেটব্যাক ইংল্যান্ডের। বেন স্টোকসদের দুই পয়েন্ট কেটে নেওয়া হয়। যার ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে কিছুটা ধাক্কা খায় ইংল্যান্ড। পাশাপাশি তৃতীয় টেস্টে মন্থর ওভার রেটের জন্য ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। বুধবার একটি বিজ্ঞপ্তিতে শাস্তির ঘোষণা করা হয়। আইসিসি এলিট প্যানেলের রেফারি রিচি রিচার্ডসন পেনাল্টি নিশ্চিত করেন। দুই পয়েন্ট খোয়ানোর ফলে, ২৪ থেকে ২২ পয়েন্টে দাঁড়ায় ইংল্যান্ডের। যার প্রভাব পড়ে পয়েন্টের হারেও। ৬৬.৬৭ থেকে ৬১.১১ তে নেমে এসেছে। এই পেনাল্টি ঘোষণার আগে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে ছিল ইংল্যান্ড। কিন্তু এই শাস্তির ফলে তিন নম্বরে নেমে গিয়েছে স্টোকসরা।