যত মোটা তত আকর্ষণীয়! দেখলে নিজেদের সামলাতে পারেন না মহিলারা, কী খেয়ে এমনটা বানান এখানকার পুরুষরা?
নিজস্ব সংবাদদাতা
১৮ জানুয়ারি ২০২৬ ১৫ : ২৬
শেয়ার করুন
1
9
ইথিওপিয়ার দক্ষিণ-পশ্চিমে ওমো ভ্যালির প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী বোদি উপজাতির সমাজব্যবস্থা ও সৌন্দর্যবোধ বহির্বিশ্বের প্রচলিত ধারণার সঙ্গে সম্পূর্ণ ভিন্ন। যেখানে আধুনিক বিশ্বে ছিপছিপে শরীর, পেশিবহুল অ্যাবস কিংবা ফিটনেসকে সৌন্দর্যের মানদণ্ড হিসেবে ধরা হয়, সেখানে বোদি সমাজে পুরুষের সৌন্দর্য নির্ধারিত হয় তার স্থূলতার মাধ্যমে। যত মোটা, ততই ‘হ্যান্ডসাম’এই বিশ্বাসই এখানকার সামাজিক বাস্তবতা।
2
9
প্রতি বছর বোদি উপজাতির মধ্যে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী প্রতিযোগিতা, ‘সবচেয়ে মোটা পুরুষ’ নির্বাচন। এই প্রতিযোগিতায় যিনি বিজয়ী হন, তাকেই গ্রামে সবচেয়ে সুদর্শন ও আকর্ষণীয় পুরুষ হিসেবে বিবেচনা করা হয়। শুধু তাই নয়, বিজয়ীর সঙ্গে বিবাহের জন্য তরুণীদের আগ্রহও থাকে সবচেয়ে বেশি। কার্যত এই প্রতিযোগিতাই একজন পুরুষের সামাজিক মর্যাদা ও ভবিষ্যৎ বৈবাহিক সম্ভাবনা নির্ধারণ করে দেয়।
3
9
এই প্রতিযোগিতায় অংশ নিতে পুরুষদের প্রস্তুতি শুরু হয় প্রায় ছয় মাস আগে থেকেই। উদ্দেশ্য একটাই, যতটা সম্ভব শরীরের ওজন বাড়ানো, বিশেষ করে পেট ও দেহের মধ্যভাগে চর্বি জমানো।
4
9
এই সময়টাতে প্রতিযোগীরা গ্রাম থেকে আলাদা কুঁড়েঘরে বসবাস করেন। সামাজিক মেলামেশা সীমিত হয়ে যায়, এমনকি এই সময় যৌন সম্পর্কও নিষিদ্ধ থাকে। পুরো ছয় মাস ধরে তাঁদের খাদ্যতালিকায় প্রধানত থাকে গরুর দুধ ও গরুর রক্ত। অনেক ক্ষেত্রে দুধের সঙ্গে রক্ত মিশিয়ে পান করা হয়।
5
9
বোদি বিশ্বাস অনুযায়ী, এই খাদ্যাভ্যাসে দ্রুত শরীরে চর্বি জমে এবং স্থূলতা বাড়ে। যদিও আধুনিক চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এই প্রক্রিয়ায় সংক্রমণ ও নানা রোগের ঝুঁকি রয়েছে, তবু বোদি পুরুষরা তা বিশেষ গুরুত্ব দেন না। কারও কারও পক্ষে এই খাদ্যাভ্যাস সহ্য করা কঠিন হয়ে পড়ে, ফলে অসুস্থতাও দেখা দেয়।
6
9
ছয় মাসের কঠোর নিয়মানুবর্তিতার পর আসে সেই বহুল প্রতীক্ষিত দিন। গ্রামের সবাই জড়ো হন প্রতিযোগিতা দেখতে। একে একে অংশগ্রহণকারীরা তাঁদের ভারী দেহ নিয়ে জনসমক্ষে হাজির হন। শরীর যত বেশি মোটা, পেট যত বেশি উঁচু তত বেশি প্রশংসা। শেষ পর্যন্ত যিনি সবচেয়ে স্থূল হিসেবে নির্বাচিত হন, তাকেই দেওয়া হয় ‘নায়ক’-এর মর্যাদা।
7
9
বোদি সমাজে সৌন্দর্যের ধারণা শুধু পুরুষদের ক্ষেত্রেই আলাদা নয়, মহিলাদের ক্ষেত্রেও রয়েছে স্বতন্ত্র মানদণ্ড। এখানে মহিলাদের শরীরে যত বেশি দাগ বা চিহ্ন থাকে, তত বেশি সুন্দর ও আকর্ষণীয় বলে মনে করা হয়। এই দাগ তৈরি করা হয় ইচ্ছাকৃতভাবে ছুরি বা ব্লেড দিয়ে ত্বক কেটে। এই দেহচিহ্নগুলোকে বোদি সমাজে সৌন্দর্য, সাহস ও সামাজিক মর্যাদার প্রতীক হিসেবে দেখা হয়।
8
9
বোদি উপজাতির এই প্রথাগুলো বহির্বিশ্বের চোখে অদ্ভুত বা চরম মনে হলেও, তাদের নিজস্ব সংস্কৃতি ও বিশ্বাসের মধ্যেই এর গভীর সামাজিক অর্থ নিহিত। এটি প্রমাণ করে যে সৌন্দর্য, আকর্ষণ কিংবা মর্যাদার ধারণা সর্বত্র একরকম নয়, ভৌগোলিক অবস্থান, ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে সঙ্গে তার অর্থও বদলে যায়।
9
9
ওমো ভ্যালির এই ছোট্ট উপজাতি তাই আজও আমাদের মনে করিয়ে দেয় সৌন্দর্য কোনো সার্বজনীন সত্য নয়, বরং সমাজভেদে তার সংজ্ঞা সম্পূর্ণ আলাদা হতে পারে।