আজকাল ওয়েবডেস্ক: উপেক্ষিত অর্শদীপ সিংকে নামানো হল সিরিজ নির্ণায়ক ম্যাচে। আর প্রথম ওভারেই উইকেট নেন বাঁ হাতি পেসার। ওপেনার হেনরি নিকোলসের উইকেট নেন তিনি।
প্রথম দুই ম্যাচে নামানো হয়নি অর্শদীপকে। কেন তাঁকে খেলানো হচ্ছে না, তা নিয়ে চর্চা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। তৃতীয় ওয়ানডেতে অর্শদীপ খেললেন এবং শুরুতেই উইকেট তুলে নেওয়ায় ভক্তরা গৌতম গম্ভীরকে কটাক্ষ করতে ছাড়লেন না।
সোশ্যাল মিডিয়ায় লেখা হল, অর্শদীপ সিং শুরুতেই উইকেট পেলেন। এই কারণেই অর্শদীপ সিংকে ধারাবাহিকভাবে খেলানো উচিত। শুরুতেই অর্শদীপ সিং উইকেট এনে দেবে।
প্রথম ওভারের দ্বিতীয় বলে অর্শদীপকে বাউন্ডারি মারেন ডেভন কনওয়ে। কিন্তু দুর্দান্ত ভাবে অর্শদীপ ফিরে আসেন। হেনরি নিকোলসের স্টাম্প ছিটকে দেন বাঁ হাতি পেসার।
আরেক ভক্ত অর্শদীপের পাশে দাঁড়িয়ে লিখেছেন, প্রতিটি ওয়ানডে ও প্রতিটি টি-টোয়েন্টিতে কেন অর্শদীপকে খেলানো হয় না, তা রহস্যই। বাঁ হাতে সুইং করাতে পারে, ধারাবাহিক পারফর্মার। আর কী চাই?
প্রসিদ্ধ কৃষ্ণর জায়গায় দলে নেওয়া হয়েছে অর্শদীপ সিংকে। এক ভক্ত লিখেছেন, অর্শদীপ সিং শুরুতেই উইকেট নেন। তবুও নির্লজ্জ গৌতম গম্ভীর ওকে নিয়মিত খেলাবে না।
এদিকে ইউটিউব চ্যানেলে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ''বোলারদের মধ্যেই এখন প্রতিযোগিতা। দক্ষিণ আফ্রিকায় হিট দ্য ডেক বোলার দরকার। প্রসিদ্ধ কৃষ্ণ ও হর্ষিত রানার অভিজ্ঞতা দরকার। অর্শদীপ সিংয়ের কথা কেউ বলছে না? ও খেলার জন্য তৈরি। অথচ সুযোগই পাচ্ছে না।''
এদিকে তৃতীয় ওয়ানডেতে ভারত টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। দুই কিউয়ি ওপেনার ফিরে গিয়েছেন শুরুতেই। উইল ইয়ং ভয়ঙ্কর হওয়ার আগেই ফিরে যান। অর্শদীপ সিংয়ের পাশাপাশি হর্ষিত রানা দুটি উইকেট নেন। নিউজিল্যান্ড শুরুর ধাক্কা সামলে ওঠার চেষ্টা করছে। সিরিজের ফলাফল এখন ১-১।
Arshdeep Singh took a wicket immediately after coming on, yet Gautam Gambhir still doesn’t play him regularly. This is shameful.#INDvsNZ pic.twitter.com/tJ1wdhEgDE
— SHANKAR (@Shankar0977)Tweet by @Shankar0977
