আজকাল ওয়েবডেস্ক:কে বলল বৈভবসূর্যবংশী কেবল ব্যাট হাতেই ঝড় তোলেন। তিনি দুর্দান্ত ক্যাচও ধরতে পারেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত এক ক্যাচ ধরেছেন সূর্যবংশী। যা ভাইরাল হয়ে গিয়েছেসোশ্যালমিডিয়ায়।
বাংলাদেশের ইনিংসের ২৬-তম ওভারে সামিয়ুনবসির রাতুল ভারতের বিহানমালহোত্রাকেলংঅফের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন। সূর্যবংশীদাঁড়িয়ে ছিলেন সেখানেই। ক্যাচটা ধরার পরে সূর্যবংশী চলে যান বাউন্ডারি লাইনের বাইরে। কিন্তু বলটা তিনি ছুড়ে দেন। তার পরে মাঠের ভিতরে ঢুকে ক্যাচটা ধরেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়েক্যাচটি ধরেন সূর্যবংশী।
ভারত ম্যাচটিজিতেনেয়। বিহানমালহোত্রা ১৪ রানে ৪ উইকেট নেন। ইতিহাসের পাতায় নাম তুলে নিলেন চোদ্দো বছর বয়সী ভারতীয় তারকা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শনিবার সূর্যবংশী টপকে গেলেন বিরাট কোহলিকে। যুব ওয়ানডেতেকোহলির থেকে চার রানে পিছিয়ে ছিলেন সূর্যবংশী।
?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ICC (@icc)
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চলেনিসূর্যবংশীম্যাজিক।
কিন্তু দ্বিতীয়ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সূর্যবংশী ৬৭ বলে ৭২ রানের ইনিংস খেলেন। ৬টি বাউন্ডারি ও ৩টি ওভার বাউন্ডারি হাঁকান তিনি।
সূর্যবংশীর শুরুটা বেশ ভাল হয়। বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে তাঁর দরকার ছিল ২৭ রান। ২৭ রান করলেই যুব ওয়ানডেতে এক হাজার রান পূর্ণ করবেন তিনি। সেটাও করে ফেললেন। এই চোদ্দো বছর বয়সেই সূর্যবংশীর পিছনে ছুটছে রেকর্ড।
ওপেনিংয়েসূর্যবংশীর সঙ্গী আয়ূষমাহত্রে অবশ্য দ্রুত ফিরে যান। মাত্র ৬ রান করেন তিনি। বেদান্ত ত্রিবেদি খাতাই খোলেননি। বিহানমালহোত্রাও ব্যর্থ হন। বিহান অবশ্য বল হাতে দুর্দান্ত হয়ে ওঠেন।
এদিকে ভারত-বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে টস নিয়ে বিতর্ক মাথাচাড়া দেয়। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে যে দৃশ্য দেখতে সবাই অভ্যস্থ, বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বকাপে সেই একই দৃশ্য দেখা গেল।
বড়দের দেখানো পথে হাঁটল ছোটরাও। ভারতের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়কআয়ূষ মাত্রে করমর্দন করলেন না বাংলাদেশের সহ–অধিনায়কজাওয়াদআবরারের সঙ্গে।
আয়ূষের হাতে ছিল টস কয়েন। ম্যাচ রেফারি ডিনকস্কারটসের নির্দেশ দিলে শূন্যে কয়েনছুড়ে দেন আয়ূষ। আবরার ‘টেল’ বলেন। কয়েন মাটিতে পড়ার ডিন জানান, বাংলাদেশ টস জিতেছে। এর পরই সরে যান আয়ূষ। বাংলাদেশের সহ–অধিনায়কের সঙ্গে করমর্দন করেননি। আবরারের মধ্যেও হাত মেলানোর উদ্যোগ দেখা যায়নি। প্রসঙ্গত, বাংলাদেশের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়কআজিজুল হাকিম টসেরসময় তৈরি হতে পারেননি। তিনি টস করতে পাঠান সহ–অধিনায়ককে।
হ্যান্ডশেক বিতর্ক নিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে অবশ্য দুই দেশের ক্রিকেটাররাম্যাচের শেষে হাত মিলিয়ে বিতর্ক দূর করেন।