আজকাল ওয়েবডেস্ক: কে বলল বৈভব সূর্যবংশী কেবল ব্যাট হাতেই ঝড় তোলেন। তিনি দুর্দান্ত ক্যাচও ধরতে পারেন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে দুর্দান্ত এক ক্যাচ ধরেছেন সূর্যবংশী। যা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়

বাংলাদেশের ইনিংসের ২৬-তম ওভারে সামিয়ুন বসির রাতুল ভারতের বিহান মালহোত্রাকে লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েছিলেনসূর্যবংশী দাঁড়িয়ে ছিলেন সেখানেই। ক্যাচটা ধরার পরে সূর্যবংশী চলে যান বাউন্ডারি লাইনের বাইরে। কিন্তু বলটা তিনি ছুড়ে দেন। তার পরে মাঠের ভিতরে ঢুকে ক্যাচটা ধরেন। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচটি ধরেন সূর্যবংশী

ভারত ম্যাচটি জিতে নেয়বিহান মালহোত্রা ১৪ রানে ৪ উইকেট নেন। ইতিহাসের পাতায় নাম তুলে নিলেন চোদ্দো বছর বয়সী ভারতীয় তারকা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শনিবার সূর্যবংশী টপকে গেলেন বিরাট কোহলিকে। যুব ওয়ানডেতে কোহলির থেকে চার রানে পিছিয়ে ছিলেন সূর্যবংশী

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by ICC (@icc)