আজকাল ওয়েবডেস্ক: চারবার বিশ্বকাপ ফুটবল জিতেছে। সেই দেশই শেষ দু’‌বার বিশ্বকাপ ফুটবলেই যোগ্যতা অর্জন করতে পারেনি। তবে ফুটবলের দেশ ইতালি এবার টি২০ বিশ্বকাপ খেলবে।

বিশ্বকাপের দল ঘোষণা করা হয়েছে। দলের অধিনায়ক প্রাক্তন হকি খেলোয়াড় ওয়েন ম্যাডসেন১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার ট্রেভর স্মাটসদলে জায়গা পেয়েছেন হ্যারি ও বেঞ্জামিন মানেন্টি দুই ভাই। অ্যান্থনিজাস্টিন মোসকা দুই ভাই

টি-য়েন্টি বিশ্বকাপে ইতালির গ্রুপে রয়েছে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নেপাল। অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার জো বার্নস নতুন পরিচয়ে আবির্ভূত হয়েছিলেন ক্রিকেটেইতালিকে নেতৃত্ব দিয়েছিলেনটি-টোয়েন্টি বিশ্বকাপের ছাড়পত্রও জোগাড় করেছিল ইতালি

৩৫ বছর বয়সী এই ক্রিকেটার অস্ট্রেলিয়ার হয়ে ২৩টি টেস্ট ম্যাচ খেলেছেনসেখানে চারটি শতরানের মালিকসেই জো বার্নসকেই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাচ্ছে না ইতালি

এই বার্নসকেই বলতে শোনা গিয়েছিল, ''বিশ্বকাপে ইতালির টুপি মাথায় পরা হবে আমাদের ক্রিকেট ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায়আমরা জানি এর গুরুত্ব ঠিক কতটাআমরা এমন একটা দল তৈরি করেছি যারা বিশ্ব মঞ্চে চমক দিতে পারে।''

জো বার্নস তাঁর জার্সি নম্বর ৮৫ নির্বাচন করেছেন তাঁর প্রয়াত ভাই ডোমিনিকের স্মৃতিতেইতালির হয়ে খেলার সিদ্ধান্তও এসেছে তাঁর পরিবারের ইতিহাস থেকেবার্নসের ঠাকুমাঠাকুরদা ছিলেন ইতালির নাগরিকসেই বার্নসকেই দেখা যাবে না টি-টোয়েন্টি বিশ্বকাপে

ইতালির নতুন অধিনায়ক ম্যাডসেনের জন্ম দক্ষিণ আফ্রিকায়। জাতীয় হকি দলের হয়ে তিনি ৩৯টি ম্যাচ খেলেন। ২০০৬ হকি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা দলেও ছিলেন তিনি

২০০৮ সালে পাকাপাকি ভাবে ইংল্যান্ডে চলে আসেন। পেশা হিসেবে বেছে নেন ক্রিকেটকে। ২০২৩ সালে ইতালির জার্সিতে তাঁর অভিষেক হয়। তার পর খেলেন ৪টি টি-য়েন্টি

ইতালির বিশ্বকাপ দল- জেইন আলি, মার্কাস ক্যাম্পোপিয়ানো (উইকেট কিপার), আলি হাসান, কৃষাণ কালুগামাগে, ওয়েন ম্যাডসেন (অধিনায়ক), হ্যারি মানেন্টি, জিয়ান পিয়েরো মিডে, অ্যান্থনি মস্কো, জাস্টিন মস্কো, সৈয়দ নকভি, বেঞ্জামিন মানেন্টি, জসপ্রীত সিং, জেজে স্মাটস, গ্রান্ট স্টুয়ার্ট, থমাস ড্রাকা