আজকাল ওয়েবডেস্ক: ওয়াশিংটন সুন্দর চোট পেয়ে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে দলে এসেছেন আয়ূষ বাদোনি। তরুণ এই ক্রিকেটারকে নিয়ে কম সামলোচনা হয়নি।
তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত টিম ম্যানেজমেন্টের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রাক্তন নির্বাচক প্রধান কৃষ্ণমাচারি শ্রীকান্ত মনে করেন, এই সিদ্ধান্ত জঘন্য।
শ্রীকান্ত অন্য সমীকরণ টেনে আনছেন এর মধ্যে। তাঁর মনে হয়েছে লখনউ সুপার জায়ান্টসের খেলোয়াড় আয়ূষ বাদোনি। এলএসজি-র মেন্টর ছিলেন গম্ভীর। সেই সমীকরণেই বাদোনিকে জাতীয় দলে ডাকা হয়েছে বলে মনে করেন শ্রীকান্ত।
যাঁকে নিয়ে এত সমালোচনা, এত চর্চা সেই আয়ূষ বাদোনি মনে করেন বোলিংয়ের উপরে ফোকাস করায় তিনি জাতীয় দলে ডাক পেয়েছেন।
বিসিসিআই টিভি-কে দেওয়া সাক্ষাৎকারে বাদোনি বলেন, ''আমি দিল্লি দলের ক্যাপ্টেন ছিলাম। পরের দিন ছিল বিদর্ভের সঙ্গে কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তখনই আমি জানতে পারি জাতীয় দলে ডাক পেয়েছি। প্রিয়াংশ আমার রুমমেট ছিল। তখনই আমি প্রিয়াংশকে বলেছিলাম, জাতীয় দলে আমি চলে যেতে পারি। তাহলে তুমি ক্যাপ্টেন্সি করবে।'' জাতীয় দলের ডাক তাঁর কাছে এসেছিল অনেক রাতে।
জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে বাদোনি আরও বলেন, ''অনেক রাতে আমি দলে ডাক পাই। ফলে আমি সবাইকে বলতে পারিনি। সকালে সরকারিভাবে ঘোষণা হয়। তখন সবাই জানতে পারেন। সবাই খুব আনন্দ পান। কোচ এবং প্লেয়াররা এই সিদ্ধান্তকে স্বাগত জানান। আমাকে অভিনন্দন জানান সবাই।''
ব্যাটার বাদোনি গত দু'বছরে বোলিংয়ের উপরে জোর দেন। জাতীয় দলে সদ্য ডাক পাওয়া বাদোনি মনে করেন, তিনি বল হাতে উইকেট নেওয়ার ক্ষমতা রাখেন। দলের প্রতি অবদান রাখতে পারবেন। অলরাউন্ডার হিসেবে বাড়তি সুবিধাও পান। দিল্লির হয়ে বল করে উইকেটও তুলে নেন। তার জন্যই আরও সুবিধা পেয়েছি।
এদিকে তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য শ্রীকান্ত ইউটিউব চ্যানেলে বলেছেন, ''অক্ষর, বাদোনি, নীতীশ রেড্ডি ও গায়কোয়াড়ের মধ্যে কোন দু'জন জাতীয় দলে ডাক পেতে পারে? বাদোনি এলএসজি-তে খেলেছে এবং গম্ভীর মেন্টর ছিল। এছাড়া অন্য কোনও কারণ আছে বলে তো মনেই হয় না। এছাড়া আর কোন কারণ থাকতে পারে? আর কেনই বা দলে নেওয়া হবে? নির্বাচনের সময়ে বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে।''
দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাদোনিকে নেওয়া হয়নি। ভারতের সহকারী কোচ টেন দুশখ্যাতে রাজকোটের ম্যাচের শেষে বলেছিলেন, দল নির্বাচনে সমস্যা ছিল। নীতীশ রেড্ডির পরিবর্তে আয়ূষ বাদোনিকে খেলানো যেত বলে মনে করেন গৌতম গম্ভীরের সহকারী কোচ।
এদিকে শ্রীকান্ত মনে করেন, জাতীয় দলের নির্বাচনের সময়ে আইপিএলের পারফরম্যান্সকে যেন অগ্রাধিকার দেওয়া না হয়। সেই কথাই বলছেন শ্রীকান্ত। তিনি বলছেন, ''আয়ূষ বাদোনির এহেন পারফরম্যান্সে দলে জায়গা পাওয়াই কঠিন। কোনও সুযোগই নেই। আইপিএলে ওর ট্র্যাক রেকর্ড কী? আইপিএল ও ওয়ানডে ক্রিকেট একেবারেই আলাদা। এমন কিছু বাদোনি করেনি যার জন্য ওকে জাতীয় দলে নিতে হবে।''
