আজকাল ওয়েবডেস্ক: ডার্বির আগে জিতল মোহনবাগান। বুধবার মোহনবাগান ২-১ গোলে হারাল কালীঘাট মিলন সংঘকে। ইস্ট-মোহনের চিরকালীন বড় ম্যাচের আগে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল সবুজ-মেরুন শিবিরসেই সঙ্গে ইস্টবেঙ্গলকে একপ্রকার চৈতাবনীও দিয়ে রাখলেন ডেগি কার্ডোজোর ছেলেরা

ডার্বির আগে পা হড়কেছে ইস্টবেঙ্গলপাঠচক্রের কাছে হার মানতে হয়েছিল লাল-হলুদকেচোট আঘাত জনিত সমস্যায় ভুগছেন বিনু জর্জচার ম্যাচেপয়েন্ট ইস্টবেঙ্গলের

অন্য দিকে মোহনবাগান এক ম্যাচ বেশি খেলেছে ঠিকইকিন্তু পয়েন্টের দিক থেকে সবুজ-মেরুন শিবির কিন্তু অনেকটাই এগিয়ে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট তাদেরফলে পাঁচ পয়েন্টে এগিয়ে থেকে মোহনবাগান নামতে চলেছে ডার্বিতে। 

আরও পড়ুন: ২৭ রানে অলআউট, ক্যারিবিয়ান ক্রিকেটের গরিমা ফেরাতে এই প্রাক্তনীদের দ্বারস্থ হলেন বোর্ড কর্তারা

যদিও বাঙালির বড় ম্যাচ এসব হিসেবনিকেশের উপরে কখনওই দাঁড়িয়ে থাকে নানির্দিষ্ট দিন যে দল ভাল খেলবে ম্যাচও তারশনিবার দেখা যাবে শেষ হাসি কার জন্য তোলা। 

 

বুধবার কালীঘাট মিলন সংঘের বিরুদ্ধে ২-১ গোলে জিতল মোহনবাগানতবে গোলসংখ্যা আরও বাড়লেও অবাক হওয়ার কিছু ছিল নাসুযোগ যেমন তৈরি করেছিল মোহনবাগান, তেমনই সুযোগের সদ্ব্যবহারও করতে পারেনি সবুজ-মেরুন শিবিরসুযোগগুলো কাজে লাগাতে পারলে আরও বেশি গোলে জিততেই পারত মোহনবাগান

তবে দিন যত এগোচ্ছে মোহনবাগানকে ততই ক্ষুরধার লাগছেঅনেকটাই গুছিয়ে ফেলেছেন ডেগি কার্ডোজোএদিন শুরু থেকেই আক্রমণের রাস্তা নেয় মোহনবাগানখেলার চার মিনিটের মাথায় মোহনবাগান গোল করে এগিয়ে যায়ডান প্রান্ত থেকে সন্দীপ মালিকের বল ভাসিয়েছিলেনপাসাং দর্জি শরীর ছুড়ে দিয়ে হেডে গোল করে মোহনবাগানকে এগিয়ে দেন

আগেও পাসাং দর্জির একটি চমৎকার গোল ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়এদিনের গোলটিও বেশ সুন্দরডার্বি ম্যাচের আগে পাসাং দর্জি কিন্তু রক্তের স্বাদ পেয়ে গেলেন

কালীঘাট মিলন সংঘ সমতা ফেরাতে বেশি সময় খরচ করেনি। ১৯ মিনিটে কালীঘাট ১-১ করে ফেলেগোলটি করেন সুরজিহালদারগোল হজম করার রোগটা সারাতে হবে মোহনবাগানকেকারণ শনিবার ডার্বি ম্যাচআর যে কোনও মুহূর্তে ম্যাচের ভোল বদলে যেতে পারে বাঙালির বড় ম্যাচে

দ্বিতীয় গোলের জন্য মোহনবাগানকে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। খেলার ৬৫ মিনিটে করণ রাই ব্যবধান বাড়ান। তবে করণ রাইয়ের গোলটির ক্ষেত্রে কালীঘাট মিলন সংঘের গোলকিপার কিছুটা হলেও দায়ী। তিনি বলের গতিপথ বুঝতেই পারেননি। তাঁর সামনে হয়তো দাঁড়িয়েছিলেন কালীঘাট রক্ষণের কেউ।

 

এগিয়ে যাওয়া পরেও একাধিকবার কালীঘাট বক্সে হানাদারি চালায় মোহনবাগান। কিন্তু গোল করতে ব্যর্থ হন সবুজ-মেরুন ফুটবলাররা। অন্যদিকে গোল হজম করার পরে গোল শোধ করার জন্য মরিয়া ব্যাপারটা দেখা যায়নি কালীঘাট মিলন সংঘের খেলোয়াড়দের মধ্যে। প্যারালাল পাস আর ব্যাক পাস করে গেলেন ফুটবলাররা। দুটো প্রান্ত থেকে ভেসে এল বল, সেগুলো খুব সহজেই বিপন্মুক্ত করলেন মোহনবাগানের রক্ষণের খেলোয়াড়রা। খেলার একেবারে শেষ লগ্নে গোল করার মতো জায়গায় বল পেয়েও গোল করতে পারেনি কালীঘাট

পিছিয়ে থেকে ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল। অন্যদিকে মোহনবাগান কিন্তু ভাল জায়গায় রয়েছে। শনিবার মোহনবাগানের দৌড় কি থামাতে পারবে ইস্টবেঙ্গল? নাকি মোহনবাগান আরও এগিয়ে যাবে? শনিদুপুরের কল্যাণী অনেক প্রশ্নের জবাব দিয়ে যাবে।

আরও পড়ুন: আইএসএলের স্থগিত হওয়ার খবরে উদ্বিগ্ন, সোশ্যাল মিডিয়ায় প্রথম প্রতিক্রিয়া জানালেন সুনীল