আজকাল ওয়েবডেস্ক: বাবা-মা ঘুমিয়ে কাদা। খুদে বুঝি সেই সুযোগটুকুই খুঁজছিল। বাবা-মা’ কে ঘুমোতে দেখে মুহূর্তেই যা ঘটিয়ে ফেলল সে, বাবা-মা ঘুম ভেঙেই হাতে পেলেন লম্বা বিল। ঘটনা ঘটেছে কী, বুঝতেই লেগে গিয়েছে কিছুক্ষণ। যতক্ষণে বুঝেছে, ততক্ষণে বিশাল কাণ্ড।
ঘটেছে কী? দম্পতি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, তারা যখন ঘুমোচ্ছিলেন, তখন তাদের পাঁচ বছরের শিশু ফোন নিয়ে অ্যামাজন থেকে ৩,০০০ ডলারেরও বেশি দামের কেনাকাটা করেছে। এবং তার পরে যথারীতি ফোনটি আবার আগের জায়গায় রেখে দেয়।
কার্স্টেন লোচাস ম্যাককল শেয়ার করেছেন ওই ভিডিওটি। শেয়ার করা ওই ভিডিওটি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শিশুটিকেও দেখা গিয়েছে, সোশ্যাল মিডিয়ায় সেও এখন ভাইরাল। ৪.১৪ মিলিয়নেরও বেশি ভিউ এখন ওই ভিডিও। জানা গিয়েছে, ওই শিশু অনলাইন কেনাকাটার অ্যাপ খুলে একসঙ্গে সাতটি গাড়ি অর্ডার করে দিয়েছে।

ভিডিওতে দেখা গিয়েছে, ওই শিশুটির বাবা, অর্থাৎ পোস্টদাতা নিজে শিশুটিকে বারবার জিজ্ঞাসা করছেন, তুমি কি সাতটি গাড়ি কিনেছো? কেন করলে এসব?
বহু মানুষ ওই পোস্টে মতামত জানিয়েছেন। শিশুটির মা লিখেছেন, ‘ ও বোধহয় এখনই ক্রিসমাস পালন করে নিয়েছে। কিন্তু আমার যা অবস্থা হয়েছে তাতে। আমি বসে বসে কান্নাকাটি করছি।‘
এমনিতেও, বাচ্চাটির অর্ডার লিস্টটি সান্তার জন্য ক্রিসমাস লিস্টের চেয়ে কম মনে হচ্ছে না কারণ এতে একটি বাচ্চাদের খেলনা গাড়ি, একটি বাইক এবং অন্যান্য কিছু গেমিং জিনিসপত্র রয়েছে। শুধু অর্ডার দিয়েই ক্ষান্ত হয়নি খুদে। পরে সময় বুঝে আরও অর্ডার দেবে বলে, কার্টে আরও ৭০০ মার্কিন ডলার (প্রায় ৬০,০০০ টাকা) মূল্যের জিনিসপত্র প্রস্তুত ছিল। যেগুলি সে অর্ডার করার আগে কোনও কারণে বাবা-মায়ের ঘুম ভেঙে যায়।
অনেকেই গোটা ঘটনায় শুধু অবাক নয় আতঙ্কিতও। কেউ কেউ আতঙ্ক প্রকাশ করেছেন, এবার থেকে ঘুমোবার সময় কী করতে হবে তাঁদের সেটাই আলোচনার। কারণ, নইলে কোনও একদিন ঘুম থেকে উঠে তিনি দেখবেন, তাঁর সন্তানও পছন্দের গাড়ি কিনে বসে আছে।
কারণ, এই ঘটনা প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা সামনে এসেছে। এর আগে, ৫ বছর বয়সী একটি মেয়ে অ্যামাজনে প্রায় ৪০০০ মার্কিন ডলার খরচ করে কেনাকাটা করে বসেছিল। ম্যাসাচুসেটসের ওয়েস্টপোর্টের লীলা ভ্যারিস্কো তার পরিবারের সঙ্গে তখন গাড়িতে ছিলেন, যখন তিনি মেয়েকে স্থির হয়ে থাকার জন্য কিছুক্ষণ মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। তখনও বুঝতে পারেননি কোন বড় ভুল তিনি করে ফেলেছেন নিজের অজান্তেই।
অর্ডার ট্র্যাক অ্যালার্টের মাধ্যমে ওই মহিলা জানতে পারেন, তাঁর ফোন থেকেই অর্ডার দেওয়া হয়েছে। ক্রেডিট কার্ড থেকে মোট ৩,৯২২ মার্কিন ডলার (প্রায় ৩.৩ লক্ষ টাকা) চার্জ করা হয়েছে।ওই শিশু তার অর্ডার তালিকায় কী কী রেখেছিল জানেন? তালিকায় ছিল ১০টি বাচ্চাদের ডার্ট বাইক এবং একটি বাচ্চাদের দুই আসনের রাইড-অন জিপ যে দুটি তার এবং তার ২ বছর বয়সী ভাইয়ের জন্য একটি ট্রিট ছিল বলে ধরে নেওয়া হয়েছিল। যার মোট মূল্য ৩,১৭৯ মার্কিন ডলার। মেয়েটি ৭৪৩ মার্কিন ডলারে মহিলাদের ৭ সাইজের ১০ জোড়া সাদা কাউগার্ল বুটও কিনেছিল বলেও জানা গিয়েছিল।
