সংবাদ সংস্থা মুম্বই: অমিতাভ বচ্চন—একটা নাম নয়, একটা অভিজ্ঞতা। শুধু পর্দায় নয়, তাঁকে কাছ থেকে দেখাও যেন এক ‘অদ্ভুত ভাললাগায়’-য় ডুবে যাওয়া। এই অনুভবই প্রকাশ করলেন বর্ষীয়ান অভিনেতা কিরণ কুমার। ১৯৯২ সালে 'খুদা গওয়াহ' ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সম্প্রতি, এক সাক্ষাতকারে কিরণ বলেন, “অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করা ভাইরাসে আক্রান্ত হওয়ার মতো—তিনি এতটা দুর্দান্ত অভিনেতা যে তাঁর অভিনয়ের প্রতি, কাজের প্রতি যে প্যাশন তা সহ-অভিনেতার রক্তে মিশে যায়। এত ছোঁয়াচে! একবার যদি ওঁর সঙ্গে কাজ করেছো, তারপর তাঁর প্রভাব থেকে বেরনো কিন্তু সহজ নয়। সহ-অভিনেতা, সহ-অভিনেত্রীদের প্রতি তাঁর ব্যবহার, সম্মান—সব কিছুই এক অনন্য অভিজ্ঞতা।”

 

তিনি আরও বলেন,“অনেক সময় শুটিংয়ে যখন খলচরিত্রের অভিনেতা সেই ছবির নায়ক-কে মারেন, তখন সেই নায়ক-অভিনেতা কোনও অভিব্যক্তি, প্রতিক্রিয়া দেন না। কিন্তু অমিতাভ বচ্চন এমন নন। আমি যতবার তাঁকে ঘুষি মারতাম, উনি প্রতিবার ২ ফুট পিছিয়ে যেতেন। এতটাই বিশ্বাসযোগ্য  করে তুলতেন দৃশ্যগুলো।” কিরণ কুমার বলে চলেন, “অমিতজি শুধু দুর্দান্ত পারফর্মারই নন... দুনিয়ার যে কোনও বিষয় নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করা যায়। কিন্তু একটা জিনিস বুঝেছি—তাঁর সঙ্গে কথা বলতে গেলে ওঁর ইচ্ছেই চূড়ান্ত। উনি যখন কথা বলতে চান, তখনই বল।”

 

আরও পড়ুন:  বড়পর্দায় এই প্রথমবার একসঙ্গে রণবীর-ববি! ‘ধুরন্ধর’ এবং ‘অ্যানিম্যাল’-এর ‘গোপন মিশন’ কি ‘শক্তিমান’?

 

এর পাশাপাশি অভিনেতা কনওয়ালজিত সিংহের স্মৃতিতেও উঠে এল অমিতাভের ব্যক্তিত্বের আর এক দিক। ‘সত্তে পে সত্তা’-র শ্যুটিংয়ের সময় প্রথমে খুবই নার্ভাস ছিলেন তিনি। “আমি ভাল শট নিলেও ‘সরি’ বলে ফেলতাম, এতটাই নার্ভাস ছিলাম। উনি হেসে বলতেন, ‘আরে ভাই, এ তো দারুণ শট ছিল!’ এরপর আমার ছেলের আঁকার প্রদর্শনীতে যাওয়ার জন্য উনি নিজে আপ্ত-সহায়ককে বলে ডেট খুঁজে নিয়েছিলেন। এই যে বাড়তি আন্তরিকতা, এটাই তাঁকে ‘বিগ বি’ করে তোলে।”

 

এইমুহূর্তে কাজের দিক থেকেও কিন্তু দারুন ব্যস্ত ‘বিগ বি’। সম্প্রতি তিনি অভিনয় করেছেন রজিনীকান্তের সঙ্গে তামিল ছবি ‘ভেট্টাইয়ান’-এ। আবার আসছেন ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র নতুন সিজনেও।  বয়স ৮০ পার করেও পর্দা ও মাটির সংযোগে সমানভাবে আজও যে তিনি  শক্তিশালী এক ব্যক্তিত্ব, তা বলার অপেক্ষা রাখে না। 

 

প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের স্বমহিমায় সঞ্চালিত এই কালজয়ী কুইজ শো ১১ অগাস্ট থেকে সোম থেকে শুক্র—রোজ রাত ৯টায় সম্প্রচারিত হবে সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন এবং সোনি লিভ (Sony LIV)-এ। নির্মাতা ও চ্যানেলের পক্ষ থেকে শো-এর প্রথম আনুষ্ঠানিক প্রোমো প্রকাশ্যে এসেছে। শো-এর এবারের প্রচার-অভিযানের স্লোগান, “জ্ঞানই আসল স্টাইল” — এমন বার্তাই যেন তুলে ধরছে নতুন সিজন। প্রোমোতে অমিতাভ বচ্চনের সংক্ষিপ্ত কিন্তু ব্যতিক্রমী সংলাপ, “1আপনাদের কি জানা আছে, ১১ আগস্ট থেকে আমার অ্যাপয়েন্টমেন্ট ?” ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।তবে শুধু প্রচারেই থেমে থাকেননি 'বিগ বি'। নিজের ব্লগে একটি আবেগঘন পোস্টে তিনি লিখেছেন কেবিসি (KBC)-র সঙ্গে তাঁর ২৫ বছরের আত্মিক সম্পর্কের কথা। জানিয়েছেন, এই শো শুধুমাত্র একটি কাজ নয়, বরং এক ধরণের যাত্রা—যেখানে দর্শকদের সঙ্গে তৈরি হয়েছে এক অদ্ভুত, ব্যক্তিগত সেতুবন্ধ।