সংবাদ সংস্থা মুম্বই: বলিউডের অন্দরে এখন তুমুল উত্তেজনা। কারণ একটাই—রণবীর সিং ও ববি দেওল একসঙ্গে পর্দায় আসতে চলেছেন! আর কোনও সাধারণ প্রজেক্ট নয়, এটি একটি বড় বাজেটের, হাই-অকটেন ঠাসবুনোট অ্যাকশন ছবি যাকে ইতিমধ্যেই বলিউডের আগামী বছরের সেরা সিনেম্যাটিক ইভেন্ট হিসেবে ধরা হচ্ছে।
অন্দরের খবর, রণবীর সিং এবং ববি দেওল একটা বড়সড় প্রজেক্টের জন্য প্রস্তুত। দুজনেই দীর্ঘদিন ধরে এই ছবির জন্য নিজেদের চেহারা টানটান, পেশীবহুল করেছেন। ঝরিয়ে ফেলেছেন বাড়তি ওজন। এককথায় যাকে বলে ফিজিক্যাল ট্রান্সফর্মেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। রণবীর কাপুরের পর এবার সেই ট্রান্সফর্মেশনের যাত্রী রণবীর সিং, সঙ্গে আসছেন ববি। এরকম মাপের দুই দুঁদে অভিনেতা যখন পর্দায় একসঙ্গে আসেন, তখন ফলাফল যে ভয়ানক বিস্ফোরক হবে, সেটা আশা করে যায়।
বলিউডের অন্দরে ফিসফাস শুরু হয়েছে, রণবীরের ‘ধুরন্ধর’ আর ববির ‘অ্যানিম্যাল’ ইনটেন্সনেস — এখন এক ছবিতে! রণবীর সিংয়ের ঝলসে ওঠা স্ক্রিন প্রেজেন্স আর তাঁর এক্সপেরিমেন্টাল রোল—তা নিয়ে দর্শকদের উত্তেজনা এমনিতেই তুঙ্গে। তাঁর আসন্ন ছবি ‘ধুরন্ধর’-এর ট্রেলার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। টগবগে এনার্জি আর দুরন্তন ভিস্যুয়াল—এই দুইয়ের সংমিশ্রণে ‘ধুরুন্ধর’-এর প্রথম ঝলকে রণবীর একেবারে আগুন লাগিয়ে দিয়েছেন নেটপাড়ায়!
অন্যদিকে ববি দেওল—বলিউডে যাঁর দ্বিতীয় ইনিংস এখন এককথায় দুরন্ত! 'অ্যানিম্যাল'–এ রণবীর কাপুরের বিপরীতে তাঁর ভয়ংকর উপস্থিতি, কিংবা সুরিয়া-র সঙ্গে ‘কঙ্গুভা’ ছবিতে তাঁর পারফরম্যান্স—সব মিলিয়ে ববির চাহিদা এখন একেবারে আকশছোঁয়া । ববির পরিণত শরীরি ভাষাতে গাম্ভীর্য ফুটে উঠছে, তা একেবারে অন্য পর্যায়ের। তাই এই দুই অভিনেতার একসঙ্গে কাজ করা মানেই যেন দুই আগুনের গোলার মুখোমুখি সংঘর্ষ। ইতিমধ্যেই অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় একটাই কথা বলছেন—এই জুটি পর্দায় একসঙ্গে তুফান তুলবে।
যদিও ছবির নাম বা গল্প এখনই প্রকাশ্যে আসেনি, তবে ইন্ডাস্ট্রি জল্পনায় শোনা যাচ্ছে, এটি এক স্টাইলাইজড অ্যাকশন ড্রামা, যেখানে থাকবে দুর্ধর্ষ সব চরিত্র, আবেগের গভীরতা আর বিশাল মাপের সেট। শুটিংও হবে নাকি একাধিক দেশে। তাই রণবীর আর ববি—এই দুই ডেডিকেটেড পারফর্মার যখন এক ছবিতে, তখন তাদের কেমিস্ট্রি ও স্ক্রিন ক্ল্যাশ নিয়ে প্রত্যাশা একেবারে আকাশছোঁয়া। বলিউডের ট্রেড অ্যানালিস্টদের দাবি, এই ছবিটিই হতে পারে ভারতের অ্যাকশন সিনেমার আগামী গেমচেঞ্জার। সুতরাং রণবীর-ববির এই পাওয়ার-প্যাকড কম্বো আপনাকে পর্দায় উপহার দিতে চলেছে এমন কিছু, যা হয়তো বছরের সবচেয়ে বড় বক্স অফিস ব্লাস্ট হতে চলেছে।
অন্যদিকে , বড়পর্দায় শক্তিমান ছবিতে নামভূমিকায় নাকি চলেছে রণবীর সিং-কে। গত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল, রণবীর সিং নয়, দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকেই নাকি দেখা যাবে ভারতের সবচেয়ে আইকনিক সুপারহিরো শক্তিমানের ভূমিকায়। বাসিল জোসেফ, যিনি ‘মিন্নল মুরলী’-র পর ভারতের সুপারহিরো ঘরানায় এক নতুন ছাপ ফেলেছেন, স্পষ্ট জানিয়ে দিলেন— “শক্তিমান মানেই রণবীর সিং। এর বাইরে কিছুই নয়। যাঁরা বদলানোর গুজব ছড়াচ্ছেন, তাঁরা নিজেদের স্বার্থে কাজ করছেন।”পরিচালক নিজেই ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন— “আমি ব্যক্তিগতভাবে জানাচ্ছি, শক্তিমান রণবীর সিং-এর সঙ্গেই হচ্ছে। অন্য কেউ নয়।”
উল্লেখ্য, ১৯৯৭ থেকে ৮ বছর ধরে দূরদর্শনে চলা ‘শক্তিমান’ এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে জনপ্রিয় ঘরোয়া সুপারহিরো চরিত্রগুলির একটি। মূল ভূমিকায় মুকেশ খন্না আজও স্মরণীয়। সেই চরিত্রকে নতুন প্রজন্মের জন্য বড়পর্দায় ফিরিয়ে আনতে উঠে পড়ে লেগেছেন বাসিল ও রণবীর। বড় বাজেটের এই প্যান-ইন্ডিয়া ছবির জন্য চিত্রনাট্য লেখা চলছে পুরোদমে।
