আজকাল ওয়েবডেস্ক: ট্রাকের উপর বসেছিলেন শ্রমিকরা। আম বিক্রি করতে যাচ্ছিলেন সকলে। মাঝপথেই ঘটল বিপত্তি। নিয়ন্ত্রণ হারালেন ট্রাক চালক। তার জেরেই ট্রাক থেকে ছিটকে পড়লেন সকলে। সকলের উপরেই উল্টে পড়ল টন টন আমের বস্তা। মাঝ রাস্তাতেই মর্মান্তিক পরিণতি হল একাধিক শ্রমিকের।
শ্রমিকদের মধ্যে কয়েকজন মহিলাও ছিলেন। সকলে মিলে আম তুলতে গিয়েছিলেন এক জেলায়। সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে এক বাজারে সেই আম বিক্রি করতে যাচ্ছিলেন। ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ গেলে বেশিরভাগ শ্রমিকের। কোনও মতে প্রাণ রক্ষা পেয়েছে ট্রাক চালকের।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভয়াবহ ট্রাক দুর্ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের আন্নামায়া জেলায়। পুলিশ জানিয়েছে, রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কাডাপা শহর থেকে ৬০ কিলোমিটার দূরে পুল্লামপেটা মণ্ডলের রেড্ডি চেরুভু কাট্টায়।
পুলিশ আরও জানিয়েছে, ট্রাকটি কমপক্ষে ৩০ থেকে ৪০ টন আম বোঝাই করাছিল। আম ভর্তি বস্তার উপরে বসেছিলেন ২১ জন শ্রমিক। চালক নিয়ন্ত্রণ হারাতেই ট্রাকটি উল্টে পড়ে একটি পুকুর পাড়ে। শ্রমিকরা তাতেই ছিটকে পড়ে। তাঁদের উপর হুড়মুড়িয়ে পড়ে যায় আমের বস্তাগুলি। পরপর সেই ভারী বস্তায় চাপা পড়ে ন'জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন শ্রমিক। মৃতদের মধ্যে পাঁচজন মহিলা শ্রমিক ছিলেন। ট্রাকটি দুর্ঘটনার কবলে পড়লেও, চালক প্রাণে বেঁচে গেছেন।
আরও পড়ুন: দুর্যোগ পিছু ছাড়ছে না, দফায় দফায় বৃষ্টিতে টালমাটাল বাংলা, ১০ জেলায় প্রবল বৃষ্টির চরম সতর্কতা
দুর্ঘটনার পরেই বিকট শব্দে স্থানীয়রা প্রথমে ছুটে আসেন। এরপর দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যেখানে ন'জন শ্রমিককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকি দশজন শ্রমিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে, অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনাগ্রস্ত ট্রাকের চালক পুলিশকে জানিয়েছেন, ওই সড়কে উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে একটি গাড়ি আসছিল। গাড়িতে ধাক্কা এড়াতেই গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। এরপরই ট্রাকটি উল্টে যায়। শ্রমিকরা আমের বস্তার উপরে বসেছিলেন। ট্রাকটি নিয়ন্ত্রণ হারাতেই তাঁরা ছিটকে রাস্তায় পড়েন। আমের বস্তাগুলি তাঁদের উপরে পড়ে যায়।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ২১ জন শ্রমিকের মধ্যে কয়েকজন আন্নামায়া জেলার এবং কয়েকজন তিরুপতি জেলার বাসিন্দা। রাজামপেটা মণ্ডলের এসুকাপল্লির একটি ফার্ম থেকে আম তুলতে গিয়েছিলেন সকলে মিলে। ট্রাকটি রেল কোদুরু মার্কেটের উদ্দেশে রওনা দিয়েছিল। ট্রাকের মধ্যে বসার যথেষ্ট জায়গা ছিল না। সেই কারণেই আমি বোঝাই করা বস্তাগুলির উপরে সকলে মিলে বসেছিলেন।
দুর্ঘটনার পর শোকপ্রকাশ করেছেন পরিবহন মন্ত্রী মান্ডিপল্লি রামপ্রসাদ রেড্ডি। আহত শ্রমিকদের উপযুক্ত চিকিৎসার খরচ বহন করবে রাজ্য সরকার। মন্ত্রী বিসি জনার্দন রেড্ডিও মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। মৃতদের পরিবারের পাশে সরকার থাকবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন মোহন রেড্ডিও দুর্ঘটনার পর শোক জ্ঞাপন করেছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে, বর্তমান সরকারকে তাঁদের পাশে থাকার আবেদন জানিয়েছেন।
এদিকে দুর্ঘটনার মামলা রুজু করে তদন্ত চালাচ্ছে পুলিশ। কয়েকজন আহত শ্রমিককে কাডাপার আরআইএমএস-এ স্থানান্তরিত করা হয়েছে। তাঁদের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।
