আজকাল ওয়েবডেস্ক: চাকরিজীবী কর্মীদের জন্য বড় সুখবর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড তহবিল থেকে টাকা তোলার নিয়মে বড়সড় পরিবর্তন আনল সরকার। এই নতুন নিয়মে অনেক দিক থেকেই চিন্তামুক্ত হবেন চাকরিজীবীরা। নতুন নিয়মে জানানো হয়েছে, প্রথমবার বাড়ি কেনার ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে জমা টাকার ৯০% পর্যন্ত তোলা যাবে। ইপিএফ স্কিম, ১৯৫২-র প্যারা ৬৮-বিডি অনুযায়ী, এখন থেকে ইপিএফ-এর সদস্যরা নিজেদের প্রভিডেন্ট ফান্ড কোরপাস থেকে বাড়ি কেনা, নির্মাণ অথবা হোম লোনের ইএমআই মেটানোর জন্য টাকা তুলতে পারবেন। নতুন নিয়মে অ্যাকাউন্ট খোলার তিন বছরের মধ্যেই এই সুবিধা মিলবে। এর আগে এই সুবিধা পাওয়ার জন্য ন্যূনতম পাঁচ বছর সদস্যপদ থাকা বাধ্যতামূলক ছিল।
তবে এর আগে পর্যন্ত নিয়ম ছিল আরও কঠিন। এর আগের নিয়ম অনুযায়ী, বাড়ির জন্য প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলা যেত সর্বাধিক ৩৬ মাসের এমপ্লয়ি ও এমপ্লয়ার কন্ট্রিবিউশন এবং সুদের পরিমাণের ভিত্তিতে। তাও শুধুমাত্র টানা পাঁচ বছর সদস্যপদের পর। পাশাপাশি, আগে হাউসিং স্কিমে যুক্ত সদস্যদের টাকা তোলার ক্ষেত্রে নানা বিধিনিষেধ ছিল। এবার নতুন নিয়মে একাধিক সুবিধা থাকছে সদস্যদের জন্য। পাশাপাশি, সীমাবদ্ধতাও রাখা হয়েছে। এই সুবিধা কর্মজীবনে একবারের জন্যই প্রযোজ্য হবে। তবুও এটি প্রভিডেন্ট ফান্ড সদস্যদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কারণ এতে বাড়ি কেনার সময় বড় অঙ্কের নগদ প্রাপ্তি সহজ হবে।
আরও পড়ুন: ২০২৬ সালের মধ্যে ৫০০ টাকার নোট বন্ধ করে দেবে আরবিআই? জানুন তথ্য যাচাই রিপোর্ট
এখানেই শেষ নয়, ইপিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার ক্ষেত্রে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। জানানো হয়েছে, ২০২৫ সালের জুন থেকে, সদস্যরা জরুরি প্রয়োজনে ইউপিআই অথবা এটিএম-এর মাধ্যমে তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। স্বয়ংক্রিয়ভাবে দাবি নিষ্পত্তির সীমা ১ লক্ষ থেকে বাড়িয়ে ৫ লক্ষ করা হয়েছে। আগে যেখানে ২৭টি ভেরিফিকেশন প্যারামিটার ছিল, এখন তা কমিয়ে ১৮টি করা হয়েছে। এর ফলে ৯৫% দাবি ৩-৪ দিনের মধ্যেই নিষ্পত্তি হচ্ছে। জানানো হয়েছে, শিক্ষা, বিবাহ এবং চিকিৎসার মতো কারণেও এখন আরও সহজে এবং দ্রুত পিএফ অ্যাকাউন্ট থেকে থেকে টাকা তোলা যাবে। আগের মতো জটিল প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না। প্রসঙ্গত, কিছুদিন আগেই সরকার আনুষ্ঠানিকভাবে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরের জন্য জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) এবং অন্যান্য সম্পর্কিত প্রভিডেন্ট ফান্ড স্কিমের সুদের হার ঘোষণা করেছে।
জুলাই-সেপ্টেম্বর (২০২৫) ত্রৈমাসিকে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য GPF সুদের হার ৭.১ শতাংশ নির্ধারণ করা হয়েছে। অর্থনৈতিক বিষয়ক বিভাগের (DEA) জারি করা বিজ্ঞপ্তি অনুসারে, এই হার ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত প্রযোজ্য হবে। অর্থ মন্ত্রক প্রতি ত্রৈমাসিকে GPF সুদের হার পর্যালোচনা করে। গত ত্রৈমাসিকেও সুদের হারে কোনও পরিবর্তন হয়নি। এই সুদের হার জেনারেল প্রভিডেন্ট ফান্ড (সেন্ট্রাল সার্ভিসেস), কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড (ভারত), অল ইন্ডিয়া সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ড, স্টেট রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড, জেনারেল প্রভিডেন্ট ফান্ড (ডিফেন্স সার্ভিসেস), ইন্ডিয়ান অর্ডন্যান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ড, ইন্ডিয়ান অর্ডন্যান্স ফ্যাক্টরিজ ওয়ার্কম্যানস প্রভিডেন্ট ফান্ড, ইন্ডিয়ান নেভাল ডকইয়ার্ড ওয়ার্কম্যানস প্রভিডেন্ট ফান্ড, ডিফেন্স সার্ভিসেস অফিসারস প্রভিডেন্ট ফান্ড, আর্মড ফোর্সেস পার্সোনেল প্রভিডেন্ট ফান্ডের জন্য প্রযোজ্য।
