আজকাল ওয়েবডেস্ক: কাজে বেরিয়ে গেলেই বাড়ি ফাঁকা। আর সেই নির্জনতার সুযোগে প্রেমিককে নিয়ে যা ইচ্ছে তাই করতেন স্ত্রী। ফাঁকা বাড়িতে মাঝে মাঝেই মেতে উঠতেন উদ্দাম যৌনতায়। কেউ কিচ্ছুটি প্রথমে টের পাননি। অবশেষে একদিন নিজের চোখে স্ত্রীর কীর্তি দেখে ফেলেন স্বামী। 

 

সঠিক সুযোগের অপেক্ষাতেও ছিলেন। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে একদিন স্ত্রীকে প্রেমিকের সঙ্গে দেখেও ফেলেন। সময় নষ্ট না করে, প্রেমিকের সঙ্গে স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত ক্যামেরাবন্দি করেন। সেই ফোনটি সারাক্ষণ নিজের কাছেই রাখতেন। পরিবারের কাছে ফাঁস করে দেওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিতে স্ত্রী নতুন করে ছক কষেন। 

 

পুলিশ জানিয়েছে, সম্প্রতি সাউথ দিল্লির পুরনো ইউকে পেইন্ট ফ্যাক্টরির কাছে এক ব্যক্তির ফোন চুরি হয়। স্কুটি চালিয়ে অফিসে যাচ্ছিলেন ওই ব্যক্তি। যাওয়ার পথে তাঁর স্কুটি আটকায় দুই অচেনা যুবক। তাঁকে মারধর করে ফোন নিয়ে পালিয়ে যায় তারা। চুরি যাওয়া ফোন উদ্ধার করতে গিয়ে ওই ব্যক্তির স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কটি ফাঁস হয়ে যায়। 

আরও পড়ুন: পড়া বুঝতে সহপাঠীর বাড়িতে গিয়েছিল, তিন মাস পর জানা গেল ১৪ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা! আসল কাহিনি জানলে শিউরে উঠবেন

পুলিশ জানিয়েছে, কাজে যাওয়ার পথে ফোন চুরি করার বিষয়টি থানায় জানিয়েছিলেন তিনি‌। এরপর ওই এলাকার কমপক্ষে ৭০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। জানা গিয়েছে, একদিনের জন্য স্কুটিটি ভাড়া নিয়েছিলেন ওই ব্যক্তি। এরপর স্কুটির মালিকের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। সেই যুবক আদতে রাজস্থানের বাসিন্দা। অঙ্কিত নামের ওই যুবককে জিজ্ঞাসাবাদ করতেই ব্যক্তির স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কটি প্রকাশ্যে আসে। 

অঙ্কিত নামের ওই যুবক পুলিশকে জানিয়েছে, তাঁর স্ত্রীই ফোন চুরি করার জন্য দু'জনকে কাজে লাগিয়েছিলেন। দু'জনের মধ্যে একজন তাঁর প্রেমিক। স্বামীর ফোন চুরি করার জন্য মোটা অঙ্কের টাকাও দিয়েছিলেন তিনি। স্বামী কখন বাড়িতে থাকেন, কখন কাজে যান, কখন কাজ থেকে বাড়িতে ফেরেন সবকিছু জানিয়েছিলেন তিনি। দিনের পর দিন স্বামীর গতিবিধি লক্ষ করার পর ফোনটি চুরি করা হয়েছিল। 

 

ফোন চুরির কারণ কী? তদন্তে জানা গেছে, স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি জানতেন ওই ব্যক্তি। তার নানা প্রমাণ ফোনে রেখেছিলেন। স্ত্রী যখন ঘুমে আচ্ছন্ন, তখন প্রেমিকের সঙ্গে তাঁর একগুচ্ছ ছবি ফোন থেকে নিয়ে নিজের ফোনে রেখেছিলেন। পাশাপাশি আরও একাধিক ভিডিও ফুটেজ ছিল তাঁর কাছে। স্বামীর কাছে যে প্রেমিকের সঙ্গে একগুচ্ছ ছবি রয়েছে, তা কিছুদিন পরেই জানতে পেরেছিলেন স্ত্রী। পরিবারের কাছে ফাঁস করে দেওয়ার আশঙ্কা থেকেই সেই ফোন চুরির পরিকল্পনা তিনি করেন। 

 

পুলিশ জানিয়েছে, ব্যক্তির স্ত্রী চেয়েছিলেন, ফোনটি চুরি করার পর সেখান থেকে সমস্ত ভিডিও, ছবির ফুটেজ মুছে ফেলতে। পরিবারের কাছে বিবাহবহির্ভূত সম্পর্কটি লুকোতেই ফোনটি চুরির পরিকল্পনা ছিল তাঁর। ফোনটি কাছে পেয়েই ছবি মুছে আবার ফেরত দিয়ে দিতেন। কিন্তু তার আগেই স্ত্রীর কেচ্ছা ফাঁস হয়ে যায়। অঙ্কিত নামের যুবকের বয়ান রেকর্ড করে তাকে ও ব্যক্তির স্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাটির তদন্ত জারি রয়েছে। ব্যক্তিকে বেধড়ক মারধর করার অভিযোগে স্ত্রীর প্রেমিকের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে তারা।