আজকাল ওয়েবডেস্ক: জমে গিয়েছে তৃতীয় টেস্ট। লর্ডস টেস্টে দ্বিতীয় দিনের শেষে ২৪২ রানে পিছিয়ে ভারত। ৩ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ১৪৫। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ৩৮৭ রান তাড়া করতে নেমে কিছুটা বিপাকে পড়ে যায় ভারতীয় দল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, ফিরে গিয়েছেন শুভমন গিল। প্রথম দুই টেস্টে তিনটে শতরান তরুণ নেতার। দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটার তিনি। কিন্তু শুক্রবার লর্ডসে বিশেষ সুবিধা করতে পারেননি গিল। মাত্র ১৬ রানে আউট হন। ওকসের বলে স্মিথের হাতে ধরা পড়েন। রান পাননি যশস্বী জয়েসওয়ালও। তিনটে চার মেরে শুরু করলেও দ্রুত প্যাভিলিয়নে ফেরেন। ১৩ রানে আউট হন। তিন নম্বরে নেমে শুরুটা ভাল করেন করুণ নায়ার। কিন্তু লম্বা ইনিংস খেলতে ব্যর্থ। ৬২ বলে ৪০ রান করে আউট হন। তবে টিম ইন্ডিয়ার জন্য স্বস্তি, ক্রিজে রয়েছেন কেএল রাহুল এবং ঋষভ পন্থ। প্রথম টেস্টের মতো শুরুতে একটা দিক ধরে আছেন রাহুল। অর্ধশতরান সম্পূর্ণ। ১১৩ বলে ৫৩ রানে ব্যাট করছেন। সঙ্গে আছেন ঋষভ পন্থ। 

চোটের আশঙ্কা কাটিয়ে ব্যাট হাতে নেমেছেন তারকা উইকেটকিপার ব্যাটার। যা টিম ইন্ডিয়ার জন্য বড় স্বস্তি। তৃতীয় দিনের খেলা শুরুর আগে পন্থের চোটের কথা জানানো হয়। যার ফলে একটা দীর্ঘ সময় উইকেটের পেছনে তাঁকে দেখা যায়নি। কিপিং করেন ধ্রুব জুরেল। কিন্তু ব্যাট হাতে ফেরায় স্বস্তি ভারতীয় শিবিরে। তবে ব্যাট করার সময় আঙুলের চোট ভোগায়। দিনের শেষে ১৯ রানে অপরাজিত পন্থ। দ্বিতীয় দিন ৬ উইকেটের বিনিময়ে ১৩৬ রান যোগ করে ইংল্যান্ড। প্রথম দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৫১ রান ছিল বেন স্টোকসদের। ৯৯ রানে অপরাজিত ছিলেন জো রুট। ৩৯ রানে ব্যাট করছিলেন স্টোকস। রানের পাহাড় গড়তে এই দু'জনের দিকেই তাকিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু যশপ্রীত বুমরার জাদুতে বিশাল ইনিংসের দিকে এগোতে পারেনি ব্রিটিশরা। ৩৮৭ রানেই শেষ হয়ে যায়। লর্ডসে ফিরেই স্বমহিমায় বুমরা। ৭৪ রানে তুলে নেন ৫ উইকেট। হেডিংলির পর লর্ডস। মাঝে এজবাস্টন টেস্ট খেলেননি। কিন্তু দলে ফিরেই আবারও নজির বিশ্বের একনম্বর পেসারের। বুমরার শিকার জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, ক্রিস ওকস এবং জোফ্রা আর্চার। সর্বোচ্চ রান রুটের। ১০৪ রান করে বুমরার বলে বোল্ড হন।

বড় রান করতে এদিন প্রাক্তন অধিনায়কের দিকেই তাকিয়ে ছিল ইংল্যান্ড। কিন্তু দ্বিতীয় দিনের শুরুতেই প্যাভিলিয়নে ফিরে যাওয়ায় চাপে পড়ে যায় দল। অল্প রানে আউট হন স্টোকসও। অর্ধশতরান পাননি। কিন্তু জ্যামি স্মিথ এবং ব্রাইডন কার্সের পার্টনারশিপে ঘুরে দাঁড়ায় থ্রি লায়ন্সরা। বিপজ্জনক জুটি ভাঙেন মহম্মদ সিরাজ। দু'জনকেই ফেরত পাঠান তিনি। এজবাস্টনের সফল নায়ক আকাশ দীপ এদিন কোনও উইকেট পায়নি। পাঁচ উইকেট নেন বুমরা। জোড়া উইকেট মহম্মদ সিরাজ এবং নীতিশ কুমার রেড্ডির। ইংল্যান্ডের রানের ধারেকাছে পৌঁছতে ভারতের ভরসা রাহুল-পন্থ জুটি। তৃতীয় দিনের প্রথম এক ঘণ্টা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম সেশন সামাল দিতে পারলে, লড়াইয়ে ফিরবে টিম ইন্ডিয়া।