মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন খেলা। এবার তিনি শুরু করলেন ট্রাম্প গোল্ড কার্ড। এজন্যে দিতে হবে ১৫,০০০ ডলার। ভারতীয় মুদ্রায় যায় ১৮ লাখ ৩৪ হাজার ২২৭ টাকা।
2
8
ট্রাম্প গোল্ড কার্ড নিয়ে ইতিমধ্যে আমেরিকায় শোরগোল পড়ে গিয়েছে। অনেকে মনে করছেন ট্রাম্পের অভিবাসন নীতির একটি অন্য পথ তিনি খুঁজে বের করেছেন।
3
8
ট্রাম্প গোল্ড কার্ড অনেকটা গ্রিন কার্ডের মতোই হবে। অর্থাৎ টাকা দাও আমেরিকার নাগরিকত্ব পাও। এই বিষয়টি মাথায় রেখেই তৈরি করা হয়েছে ট্রাম্প গোল্ড কার্ড।
4
8
যারা আমেরিকায় ব্যবসা করতে চান তারাও এই ট্রাম্প গোল্ড কার্ডের জন্য আবেদন করতে পারেন। আসলে তাদের কাছে এটি গ্রিন কার্ডের একটি আপডেট ভার্সন মাত্র।
5
8
এমনকি যদি কোনও এজেন্সি এবিষয়ে কাজ করতে ইচ্ছুক তারাও করতে পারেন বলেও খবর মিলেছে। সেখানে তাদেরকে আরও খানিকটা ছাড় দেওয়া হতে পারে বলেই জানিয়েছে মার্কিন প্রশাসন।
6
8
অনেকে এই গোল্ড কার্ডকে গ্রিন কার্ড হিসেবে দেখতে নারাজ। তবে বিশেষজ্ঞরা মনে করছেন মার্কিন দেশের নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে ট্রাম্প গোল্ড কার্ড বিশেষভাবেই কাজ করবে।
7
8
ট্রাম্প গোল্ড কার্ডের আবেদন করার এক সপ্তাহের মধ্যেই সেটি পাওয়া যাবে। সেখানে বেশি সময় লাগবে না। এই গোল্ড কার্ড নিয়ে যদি কেউ ক্রিপটো ব্যবহার করেন তাহলেও কোনও সমস্যা নেই।
8
8
ট্রাম্প গোল্ড কার্ড নিতে যদি কেউ লোনের আবেদন করেন তাহলে সেই সুবিধাও থাকছে। দ্বিতীয়বার ক্ষমতায় ফেরার পর ট্রাম্প গোল্ড কার্ড এবার মার্কিন অর্থনীতিকে কতটা চাঙ্গা করতে পারে সেটাই দেখার।