বিগত কয়েকদিন ধরেই চারিদিক রব উঠেছিল যে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা এবং ১০ টাকার কয়েন নাকি বাতিল হয়ে যাবে। সেইমতো বহু দোকানদার এই কয়েনগুলি আর নিতে চাইছিল না।
2
8
বিষয়টির গুরুত্ব বুঝতে পারে আরবিআই। তারা সর্বত্র একটি ভিডিও বার্তা দেয়। সেখানেই তারা স্পষ্ট করে দেয় এবিষয়ে চিন্তার কিছুই নেই।
3
8
আরবিআই সকলের হোয়াটসঅ্যাপে একটি করে বার্তা দিয়েছে। সেখানেই স্পষ্ট করে বলা হয়েছে এই সংখ্যার কয়েনগুলি একেবারে বৈধ। এবিষয়ে যা গুজন উঠেছে তা একেবারে মিথ্যা।
4
8
আরবিআই তার ভিডিও বার্তায় বলেছে দেশের সর্বত্র এই কয়েনগুলি বৈধভাবেই কাজ করবে। সেখানে যদি কেউ এগুলি না নিতে চায় তাহলে বিষয়টি যেন আরবিআইকে জানানো হয়।
5
8
দেশের সমস্ত নাগরিকদের নিশ্চিত মনে বার্তা দেওয়া হয়েছে যেন তারা এই সমস্ত কয়েনগুলি সমানভাবে লেনদেন করেন। এগুলি টাকা হিসেবেই কাজ করবে।
6
8
এবিষয়ে আরবিআই যে ভিডিও প্রকাশিত করেছে তার নাম দেওয়া হয়েছে আরবিআই কহতা হ্যায়। সেখানেই সমস্ত ধরণের গুজবের জবাব দেওয়া হয়েছে।
7
8
আরবিআই জানিয়েছে ভারতের অর্থনীতিতে এই কয়েনগুলির গুরুত্ব অনেক। তাই যারা এই ধরণের গুজব ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।
8
8
দেশের বিভিন্ন প্রান্তে এতদিন ধরে যেভাবে এই কয়েনগুলি বৈধ ছিল তেমনই থাকবে। ভিডিও বার্তায় সেটিই সকলকে জানিয়ে দিয়েছে আরবিআই।