টানা পতন। ডলারের নিরিখে হু হু করে পড়ছে টাকার দাম। বৃহস্পতিবার, টাকা থামল ৯০.৪২-এ। অর্থাৎ এক ডলার মানে, ভারতীয় টাকায় তা ৯০.৪২ টাকা।
2
7
সংবাদ সংস্থা রয়টার্স-এর খবর অনুযায়ী, দুপুর ১.৪৫ নাগাদ প্রতি ডলারের দাম প্রায় ₹৯০.৪২-এর কাছাকাছি ছিল।
3
7
একাধিক বিষয়ে নজর ছিল ফেড রেট কাটের উপরে। বুধবার মার্কিন ফেড ব্যাপকভাবে প্রত্যাশিত হার কমানোর কথা ঘোষণা করার পরেও এর মিশ্র প্রতিক্রিয়া হয় বিশ্ব বাজারে।
4
7
প্রাথমিকভাবে ডলারের উপর চাপ সৃষ্টি করে একাধিক ইস্যু। গ্রিনব্যাকের দুর্বলতার কারণে টাকার দাম পড়ে যায় আরও বেশ খানিকটা।
5
7
এই প্রসঙ্গে উল্লেখ্য, টাকার দাম ক্রমাগত কমতে শুরু করেছে ২০২২ সাল থেকে। তবে এই প্রসঙ্গে উল্লেখ্য আরও একটি বিষয়। সাম্প্রতিক সময়ে ভারতের অর্থনীতি সবদিক থেকেই উন্নতি করছে। তবু কেন কমছে টাকার দাম?
6
7
বিশেষজ্ঞদের দাবি, জিডিপি চালক এবং মুদ্রা চালক শক্তি প্রায়শই সম্পূর্ণ ভিন্ন দিকে অগ্রসর হতে পারে। সোজা কথায়, পোক্ত অর্থনীতি মানেই শক্তিশালী রুপির মান নয়।
7
7
জিডিপি দেশের ভেতরে কী ঘটছে তা প্রতিফলিত করে। রুপি বা ভারতীয় টাকা প্রতিফলিত করে- ভারত কীভাবে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ করে।