আজকাল ওয়েবডেস্ক: স্বামী স্ত্রী দুজনেই গিয়েছিলেন রেস্তোরাঁয়। বাড়ি থেকে রেস্তরাঁ, এতদূর সব ঠিক ছিল। সব ঠিক ছিল ওই রেস্তোরাঁতেও। কেবল দুটি শব্দে এমন ধুন্ধুমার পরিস্থিতি হতে পারে সেখানে, ধারণাই করতে পারেননি কেউ। ওই মুহূর্তের ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। অএঙ্কেই নিজেদের মতামত জানিয়ে যাচ্ছেন গভীর ভাবে। কেউ কেউ আবার বেশ মজাও করছেন।

ঘটেছে কী? ঘটনাস্থল ক্যানসাস সিটির একটি পপেইজ আউটলেট। একজন ক্রেতার সঙ্গে রেস্তোরাঁর এক কর্মীর উত্তপ্ত বাদানুবাদ। সেখানে ওই কর্মী, গ্রাহকের স্ত্রীকে সকলের সামনেই নাকি বলেন, ‘হ্যালো বিউটিফুল’। ওই মুহূর্তটি যদিও ভিডিওতে নেই। তবে ভিডিওতে যে অংশটি দেখা গিয়েছে, তা ‘হ্যালো বিউটিফুল’ ডাকের পরবর্তী পর্ব। সেখানে ওই যুবককে তীব্র চিৎকার করতে দেখা গিয়েছে। তিনি বারবার জিজ্ঞাসা করছেন, কর্মী কেন তাঁর স্ত্রীকে ‘বিউটিফুল’ অর্থাৎ সুন্দর বলেছেন। যদিও কর্মী বারবার খুবই শান্তভাবে জানিয়েছেন, তিনি কেবল প্রশংসা করেছেন খুবই সাধারণভাবে, কারন তাঁকে সুন্দরী লাগছিল। কিন্তু তা কোনও ভাবেই শুনতে নারাজ যুবক। উলটে তিনি সাফ জানান, 'ভাই এটাকে প্রশংসা করা বোঝায় না। আপনি এভাবে কাউকে সকলের সামনে বলতে পারেন না।'

আরও পড়ুন: ‘ট্রাম্প কার্নে অউর এক ওষুধ’! মার্কিন মুলুকের রোষানলে কানাডা, বিরাট হুঁশিয়ারির পিছনের কারণ চমকে দেবে

ভিডিওতে দকেহা গিয়েছে, বারে বারে তিনি জিজ্ঞাসা করছেন, কেন তাঁর যত্রীকে কেউ সুন্দর বলে ডাকবেন। এও বলতে শোনা যায়, ‘আমার স্ত্রী, আপনার মাথা ব্যথার কারণ নয়। আপানার সুন্দরী বলারও কোনও প্রয়োজন নেই।‘

গোটা ঘটনায় তাজ্জব বনে যান উপস্থিত বাকিরা। অনেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। ভিডিওতে একজনকে কথা বলতে শোনা গিয়েছে। যিনি দুই পক্ষের মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন। 

উল্লেখ্য, তীব্র বাদানুবাদের মাঝেই ওই যুবককে এও বলতে শোনা গিয়েছে, ‘এটা ভারত নয়।‘ যুবকের ওই মন্তব্যের রেশ ধরেও সোশ্যাল মিডিয়ায় অনেকেই মত প্রকাশ করেছেন। একজন তো যুবককে উদ্দেশ করে লিখেছেন, ‘ভাই, হয়তো ওই কর্মীর বিউটিফুল মন্তব্যই একমাত্র ভাল কথা, যা তিনি সারাদিনে শুনেছেন। আপনি ভাই যেখান থেকে এসেছেন, সেখানেই ফিরে যান।‘ নেটপাড়ায় অনেকেই আবার লিখেছেন, ‘এই ছেলে তো আদর্শ রেড ফ্ল্যাগের উদাহরণ।‘ আবার একজন লিখেছেন, ‘অনেকেই বলছেন ছেলেটি সঙ্গীর বিষয়ে হীনমন্যতায় ভুগছেন। তবে একজন মহিলা হিসেবে আমি বলতে পারি, বিষয়টি যথেষ্ট আপত্তিকর। আমাকে এরকম অপরিচিত কেউ, সকলের সামনে এই সম্বোধন করলে, আমি বেশ অপ্রস্তুতেই পড়তাম। আমার হয়ে এই রকমভাবে কেউ গলা ফাটালে আমি তাতে একটু স্বস্তিই পেতাম। আমি তো ছেলেটির কোনও ভুল দেখছি না কোনও দিক থেকেই।‘

 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Btown Wire©️ (@btownwire)