আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটারদের জন্য বিসিসিআইয়ের নতুন ‘ফ্যামিলি রুল’ ঘিরে যখন বিতর্ক তুঙ্গে, সেই পরিস্থিতিতেই বোর্ডের সিদ্ধান্তের পাশে দাঁড়ালেন ভারতীয় দলের প্রধান কোচ গৌতম গম্ভীর। তাঁর স্পষ্ট বার্তা, ‘এই সফর ছুটি কাটাতে নয়, দেশের হয়ে গর্ব করার সুযোগ’। অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকার ট্রফি ১-৩ ব্যবধানে হারার পর বিসিসিআই খেলোয়াড়দের জন্য নতুন কিছু গাইডলাইন জারি করে। সেই নিয়ম অনুযায়ী, বড় টুর্নামেন্টে অথবা বিদেশ সফরে খেলোয়াড়দের পরিবারের সদস্যরা সর্বোচ্চ ১৪ দিনের জন্য সফরে থাকতে পারবেন (যদি টুর্নামেন্ট ৪৫ দিনের বেশি হয়)।

আর ছোট সফরের ক্ষেত্রে পরিবারের সঙ্গে থাকার অনুমতি সর্বোচ্চ ৭ দিন। এই নিয়মে খুশি নন অনেকে, বিশেষ করে বিরাট কোহলি। তিনি স্পষ্ট জানান, ‘পরিবার ছাড়া হোটেল রুমে ফিরে একা বসে থাকার ইচ্ছা আমার নেই। এটা আমার কাছে হতাশাজনক’। তবে কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করে দিলেন, জাতীয় দলের হয়ে খেলতে গেলে সবচেয়ে বড় গুরুত্ব হওয়া উচিত দেশের প্রতিনিধিত্ব করা। সম্প্রতি চেতেশ্বর পূজারার সঙ্গে একটি সাক্ষাৎকারে গম্ভীর বলেন, ‘পরিবার গুরুত্বপূর্ণ, কিন্তু আরও গুরুত্বপূর্ণ হল দেশের জন্য খেলা। এটা কোনও ছুটি কাটানো নয়, এখানে আসার একটা উদ্দেশ্য রয়েছে’।

তিনি আরও বলেন, ‘যারা এই ট্যুরে বা ড্রেসিংরুমে আছেন, তাঁদের হাতে দেশের জন্য কিছু করে দেখানোর বিরল সুযোগ রয়েছে। আমি পরিবার সঙ্গে রাখার বিরোধী নই, কিন্তু সেই লক্ষ্য এবং দেশের প্রতি প্রতিশ্রুতি থাকাটাই সবচেয়ে বড় কথা’। গম্ভীরের মতে, যতক্ষণ না একজন খেলোয়াড় দেশের হয়ে সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য পুরোপুরি নিবেদিত, ততক্ষণ অন্য কিছু গুরুত্বপূর্ণ হতে পারে না। ‘যখন আপনি দেশের হয়ে খেলছেন, তখন সেটাই আপনার সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত। পরিবারের সঙ্গে সময় কাটানো ভালো, কিন্তু দেশের হয়ে গর্ব করার সুযোগ তার থেকেও অনেক বড়’।