আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে লর্ডস টেস্ট। এদিনই সুনীল গাভাসকরের জন্মদিন। ৭৬তম বছরে পা দিলেন কিংবদন্তি। বিশেষ দিনটা লর্ডসের কমেন্ট্রি বক্সেই কেটে যাবে। ঐতিহাসিক টেস্ট শুরুর আগে, ঋষভ পন্থকে টেনিস তারকার সঙ্গে তুলনা করলেন সানি। কে সেই তারকা? না, নোভাক জকোভিচ, রজার ফেডেরার বা রাফায়েল নাদাল নয়। কার্লোস আলকারাজের সঙ্গে তুলনা করলেন ভারতের উইকেটকিপার ব্যাটারের। তিনি মনে করেন, দু'জনেই শোম্যান। কারোর বিষয়েই আগাম ভবিষ্যদ্বাণী করা যায় না। উইম্বলডনে ক্যামেরন নরিকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যান টেনিস তারকা। অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত ছন্দে রয়েছেন পন্থ। প্রথম উইকেটকিপার ব্যাটার হিসেবে ইংল্যান্ডে এক টেস্টের দুই ইনিংসে শতরানের নজির গড়েন। 

এবার পন্থের সঙ্গে আলকারাজের তুলনা টেনে গাভাসকর বলেন, 'আমি এই সময় ইংল্যান্ডে থাকলে উইম্বলডনে যাই। তবে ভারত না খেললে আমি লর্ডসে যাই না। আমি চাই জকোভিচ জিতুক। কারণ এটা ওর ২৫তম গ্র্যান্ডস্লাম হবে। কেউ এই সংখ্যায় পৌঁছতে পারেনি। হৃদয় বলছে জকোভিচ, মস্তিষ্ক বলছে আলকারাজ। কারণ সিনারের চোট আছে। বাকি টুর্নামেন্টে ও একশো শতাংশ ফিট হয়ে নামতে পারবে কিনা জানা নেই। আলকারাজের হাতে সবরকমের শট রয়েছে। মাঝেমধ্যে ও শোম্যান হতে চায়। ফিনিশ না করে ড্রপ শট মারে। তবে লোকে সেটাই দেখতে আসে। এটা ঋষভ পন্থকে দেখার মতো। ওর ক্ষেত্রেও পুরো বিষয়টাই অপ্রত্যাশিত। আগাম ভবিষ্যদ্বাণী করা যাবে না। আলকারাজের ক্ষেত্রেও তাই। এটাই ওকে আকর্ষণীয় করে তোলে।' আগের দিন বিরাট কোহলি, অনুষ্কা শর্মা, অজিঙ্ক রাহানে, দীপক চাহার, সুনীল গাভাসকরের পাশাপাশি উইম্বলডনের রয়্যাল বক্সে দেখা যায় ঋষভ পন্থকেও। অল ইংল্যান্ড ক্লাবে রয়্যাল তালিকায় প্রবেশ করলেন ভারতের উইকেটকিপার ব্যাটার‌।