আজকাল ওয়েবডেস্ক: প্রথম দুটো টেস্টে টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠান বেন স্টোকস। রানের পাহাড় গড়ে টিম ইন্ডিয়া। কিন্তু লর্ডসে আর সেই ভুল করেননি ইংল্যান্ডের অধিনায়ক। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। অন্যদিকে অধিনায়ক হয়েই পরপর টস হারের হ্যাটট্রিক শুভমন গিলের। হেডিংলি, এজবাস্টনের পর এবার লর্ডস। দুই দলেই একটি করে পরিবর্তন। ইংল্যান্ড দলে ফেরেন জোফ্রা আর্চার। অন্যদিকে ফেরেন যশপ্রীত বুমরা। টসে হারার পর শুভমন গিল জানালেন, দোটানায় ছিলেন তিনি। এদিন সকাল পর্যন্ত জানতেন না, টসে জিতলে কী করতেন। তাই টসে হার সেই অর্থে শাপে বর হয়েছে। শুভমন বলেন, 'আমি সকাল পর্যন্ত দোটানার ছিলাম। আমিও বল করার সিদ্ধান্ত নিতাম। প্রথম সেশনে বোলাররা সাহায্য পাবে। আমরা সেই বিষয়ে আলোচনা করেছিলাম। বোলাররা এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। এজবাস্টনে ২০ উইকেট তুলে নেওয়া সহজ ছিল না। একজন ব্যাটার হিসেবে ভাল লাগছে। যেকোনো ব্যাটার উইকেটে সময় কাটাতে চায়।'
এদিন টসে জেতার পর ব্যাট করার সিদ্ধান্ত নেন স্টোকস। প্রথমদিকে উইকেটে মুভমেন্ট থাকবে জেনেই ঝুঁকি নেন ইংল্যান্ডের নেতা। স্টোকস বলেন, ' আমরা ব্যাট করব। প্রথমদিকে পিচে মুভমেন্ট থাকবে। লড়াকু সিরিজ হবে। আমরা তৈরি। সবাই লর্ডসে খেলতে উপভোগ করে। আমাদের সেটা উপভোগ করতে হবে।' তবে স্টোকসের এই সিদ্ধান্তে অবাক ক্রিকেট বিশেষজ্ঞরা। লর্ডসের উইকেটে পেস এবং বাউন্স থাকার কথা। এই অবস্থায় ইংল্যান্ডের অধিনায়কের সিদ্ধান্ত প্রশ্ন তুলছে।
